নিজস্ব প্রতিবেদক, কালুখালী, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার গড়িয়ানা ব্রীজের ওপর যাত্রীবাহি দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে বাচ্চু শেখ (৪৮) নামে এক পরিবহন চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয় পরিবহনের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে। শনিবার (১১ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি গড়িয়ানা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। নিহত বাচ্চু শেখ গোল্ডেন লাইন পরিবহনের চালক ছিলেন। তিনি ফরিদপুর সদর কোতয়ালী থানার কোমরপুর গ্রামের মোনছের শেখ এর ছেলে।
জানা যায়, গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে রাজশাহী যাচ্ছিল। অন্যদিকে হানিফ পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে সেখান থেকে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ কেটে আটকে থাকা দুই বাস চালককে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পর আজ রোববার ভোরে চিকিৎসক গোল্ডেন লাইনের চালক বাচ্চু শেখকে মৃত ঘোষণা করেন।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে কালুখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে অন্যদের সাথে আহতদের উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। প্রাথমিকভাবে ১৫ জনের মতো আহতদের তালিকা পাওয়া গেছে। এরমধ্যে গুরুতর আহত ৭ জনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিয়েছ।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজবাড়ী ও কালুখালি হাসপাতালে পাঠায়।