Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি

বরশিতে পাওয়া ১৬ কেজি পদ্মা নদীর বোয়াল বিক্রি হলো অর্ধলাখ টাকায়

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, ১১:৩৭ অপরাহ্ণ

Link Copied!

মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ বরশিতে পাওয়া ১৬ কেজি ওজনের পদ্মা নদীর একটি বড় বোয়াল মাছ বিক্রি হয়েছে অর্ধলাখ টাকায়। শনিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কুশাহাটা এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে মিরাজ শেখের বরশিতে মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া ফেরি ঘাট মাছের আড়তে আনা হলে স্থানীয় এক ব্যবসায়ী বোয়ালটি কিনে অর্ধলাখ টাকায় অন্যত্র বিক্রি করেন।

স্থানীয় কয়েকজন মৎস্যজীবী জানান, বর্তমানে নদীতে জালে তেমন খুব একটা মাছ ধরা পড়ছে না। জেলেরা বিকল্প হিসেবে জালের পাশাপাশি বরশি দিয়েও মাছ শিকার করছেন। শনিবার সকালে পাবনা জেলার কাছাকাছি রাজবাড়ী জেলার সীমান্তবর্তী দৌলতদিয়া কুশাহাটা এলাকার স্থানীয় মিরাজ শেখ পদ্মা নদীতে হাজারি বরশি ফেলেন। ওই বরশি তুলতে গিয়ে দেখতে পান বড় এক বোয়াল মাছ ধরা পড়েছে। পরে মাছটি বিক্রির জন্য তিনি নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট মাছ বাজারের কেছমত মোল্লার আড়ত ঘরে। সেখানে বোয়ালটি ওজন দিয়ে দেখতে পান ১৬ কেজির মতো। পরে প্রকাশ্যে নিলামে তোলা হলে ফেরি ঘাট এলাকার ব্যবসায়ী চান্দু মোল্লা ৩ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৬০০ টাকায় কিনেন।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে ফেরি ঘাটে আসার পর তিনি জানতে পারেন কুশাহাটায় একটি বড় বোয়াল মাছ ধরা পড়েছে। পরে মাছ বাজারে কেছমত মোল্লার আড়ত ঘরে ওই বোয়ালটি দেখে নিলামে শরিক হন। এসময় সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ৪৯ হাজার ৬০০ টাকা দিয়ে বোয়ালটি কিনেন। এরপর তিনি তার ব্যক্তিগত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওসহ প্রচার করেন। একই সাথে তিনি পরিচিত সকল ব্যক্তিদের সাথে যোগাযোগ করলে ঢাকার এক ব্যবসায়ী ওই বোয়ালটি কিনে নেন। এসময় কেজি প্রতি ৫০ টাকা করে লাভে ৩ হাজার ১৫০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় বোয়াল বিক্রি করেন। মাছটি তিনি ওই ব্যক্তির কথা মতো পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন।

চান্দু মোল্লা বলেন, বর্তমানে পদ্মা নদীতে পানির গভীরতা কমতে থাকায় জেলেদের জালে তেমন একটা মাছ পাওয়া যাচ্ছে না। তাই অধিকাংশ জেলে জালের পাশাপাশি হাজারি বরশি দিয়ে মাছ শিকার করছেন। নদীতে চর জেগে ওঠায় নিচু জায়গায় আটকে থাকা পানিতে বা দুর্গম অঞ্চলে আবদ্ধ জায়গায় এ ধরনের বোয়াল মাঝে মধ্যে ধরা পড়ছে। এতবড় বোয়াল এরপর পদ্মা নদীর। যে কারনে ব্যাপক চাহিদা থাকায় জেলেরা যেমন উপযুক্ত দাম পেয়ে খুশি, পাশাপাশি ব্যবসায়ীরাও খুশি হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, দৌলতদিয়া ঘাটে মাঝে মধ্যে বোয়াল, কাতলা, বাগাড় জাতিয় বড় বড় মাছের দেখা মেলে। তবে অনেক দাম হওয়ায় আমাদের দেখে মানসিক শান্তনা নেওয়া ছাড়া এর স্বাদ ভোগ করার ক্ষমতা বা সামর্থ নেই। এ ধরনের মাছ টাকাওয়ালাদের জন্য আল্লাহ তৈরী করেছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা