নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী পরিবহন শ্রমিকদের সাথে কুষ্টিয়ার পরিবহন শ্রমিকদের সাথে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনায় শনিবার থেকে লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। লোকাল বাস নিজ জেলার সীমান্তবর্তী এলাকা পর্যন্ত গিয়ে যাত্রী নামিয়ে দিচ্ছে।
শনিবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের মুরগির ফার্ম এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে দুই জেলার পরিবহন শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর থেকে রাজবাড়ী-কুষ্টিয়া রুট লোকাল বাস চলাচল বন্ধ থাকায় বাড়তি ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী সাধারণ। রোববার সকালে রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন এই তথ্য নিশ্চিত করেন।
আব্দুর রাজ্জাক লিটন জানান, শনিবার (১১ জানুয়ারী) দুপুরে রাজবাড়ী শহরের মুরগির ফার্ম এলাকায় নিজেদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে দুই জেলার লোকাল পরিবহন শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। প্রতিবাদে দুপুরের পর থেকে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে রাজবাড়ী থেকে প্রায় ৫০টির মতো লোকাল বাস এবং ৩০টির মতো দূরপাল্লার বাস সরাসরি চলাচল বন্ধ রয়েছে। লোকাল বাসগুলি রাজবাড়ী জেলার সীমান্তবর্তী পাংশার শিয়ালডাঙ্গা পর্যন্ত গিয়ে যাত্রী নামিয়ে দিচ্ছে। অপরদিকে কুষ্টিয়ার বাসও তাদের জেলার সীমান্তবর্তী এলাকায় এসে যাত্রী নামিয়ে দিচ্ছে।
তিনি বলেন, বার বার পরিবহন পরিবর্তন করায় যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। এছাড়া কুষ্টিয়ার দূর পাল্লার পরিবহন শনিবার বিকেলে বিকল্প রুট হিসেবে যমুনা সেতু ব্যবহার করে ঢাকায় গেলেও আজ কিছু গাড়ি সরাসরি যাচ্ছে। রাজবাড়ীর কোন পরিবহন সরাসরি কুষ্টিয়া যেতে পারছে না। এতে পরিবহনে যাত্রী সংখ্যা অনেক কমে যাচ্ছে। আমরা যাত্রীদের দুর্ভোগ দূর করতে কুষ্টিয়া সড়ক পরিবহন মালিক গ্রুপের সাথে একাধিকবার যোগাযোগ করেছি। কিন্তু তারা তালবাহানা করে আমাদের এড়িয়ে যাচ্ছেন।
দুইদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী, ঢাকা, কুষ্টিয়া ও ফরিদপুরগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ইজিবাই, থ্রীহুইলারে গন্তব্যে যাচ্ছেন তারা। দুইদিনেও বাস চলাচলের বিষয়টি সমাধান না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। দ্রুত সময়ের মধ্যে বাস চলাচলের দাবি তাদের।
কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের বাসিন্দা মামুন রেজা (৩০) গত শুক্রবার গিয়েছিলেন মানিকগঞ্জে আত্মীয় বাড়ি। আজ সকালে নদী পাড়ি দিয়ে তিনি দৌলতদিয়া ঘাট থেকে ১২০ টাকা দিয়ে থ্রীহুইলারে পাংশা আসেন। পাংশা থেকে আরেক সিএনজিতে কুষ্টিয়া যাচ্ছেন। তার মতো এভাবে সবাইকে বাড়তি টাকা খরচ করে ভেঙে ভেঙে যেতে হচ্ছে।
পাংশা সরকারি কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খন্দকার সাদিয়া ইসলাম বলেন, প্রতিদিন বাসে কুষ্টিয়ার কুমারখালি থেকে বাসে পাংশা কলেজে আসা যাওয়া করেন। হঠাৎ করে বাস বন্ধ থাকায় বাড়তি টাকা খরচ করে ভ্যানে যেতে হচ্ছে।
কুষ্টিয়া থেকে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স ও লালন পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ ও ফিরোজ আহমেদ বলেন, শনিবার বিকেলে সাময়িক সময়ের জন্য বাধার মুখে পড়লেও আজ রোববার সকাল থেকে পরিবহনগুলো সরাসরি রাজবাড়ী হয়ে দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকা যাচ্ছে।