Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১৮ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. ধর্ম ও জীবন
  8. আলোচিত খবর

রাজবাড়ীতে প্রয়াত সাংবাদিকের বসতভিটা দখলের অভিযোগ, দখলমুক্তের দাবিতে সংবাদ সম্মেলন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর প্রবিন সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের সাবেক জেলা প্রতিনিধি প্রয়াত মোমিনুল ইসলাম মানুর বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে ভূমিদস্যুদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার এবং অবিলম্বে দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে শহরের একটি দৈনিক পত্রিকার কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রয়াত সাংবাদিক মোমিনুল ইসলামের স্ত্রী পারভীন ইসলাম পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন।

বক্তব্যে পারভীন ইসলাম বলেন, তার স্বামী মোমিনুল ইসলাম ২০১৪ সালের ৩০ জুলাই মৃত্যুবরণ করার পর থেকে ছোট ভাই শহীদুল ইসলাম ও তার সহযোগীরা রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার স্বামীর পৈত্রিক ভিটা থেকে তাদের উচ্ছেদের অপচেষ্টা চালিয়ে আসছে।

তিনি জানান, পুত্র সন্তান না থাকায় মৃত্যুর পূর্বে তার স্বামী নিজ মালিকানাধীন বসতভিটার জমি স্ত্রী ও কন্যার নামে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে হেবা করেন। কিন্তু স্বামীর মৃত্যুর পর থেকেই দেবর শহীদুল ইসলাম ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে নানা হয়রানি ও চাপ প্রয়োগ শুরু করেন। এ বিষয়ে ২০১৪ সালেই রাজবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সংবাদ সম্মেলনে পারভীন ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিনের নির্যাতনের কারণে তিনি এক পর্যায়ে বাড়িঘর ছেড়ে ঢাকায় মেয়ের বাসায় আশ্রয় নিতে বাধ্য হন। সম্প্রতি শহীদুল ইসলাম তার মালিকানাধীন বসতবাড়ির দুটি ঘর ভেঙে ফেলে পুরো জমি দখল করে প্রাচীর নির্মাণ করেন। সামাজিকভাবে সমাধানে ব্যর্থ হওয়ায় তিনি গত ৫ জানুয়ারি ২০২৬ তারিখে রাজবাড়ী সদর আমলী আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর ৭ ও ৮ ধারাসহ দণ্ডবিধির ৪২৭, ৪৪৭, ৩২৩, ৫০৬ ও ৩৪ ধারায় শহীদুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা (সি.আর-১৭/২০২৬) করেন। মামলাটি গ্রহণ করে রাজবাড়ীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তদন্তের জন্য রাজবাড়ী সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

তিনি অভিযোগে আরও বলেন, শহীদুল ইসলাম বর্তমানে আইনগত প্রক্রিয়া এড়াতে বিদেশে (কানাডা) পালানোর চেষ্টা করছেন। অথচ তিনি নিজ বসতভিটা হারিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রিত অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। তিনি মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করে অভিযুক্ত ভূমিদস্যুদের দ্রুত গ্রেপ্তার, দখলকৃত জমি অবিলম্বে দখলমুক্ত করা এবং একজন প্রয়াত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরিবারের পক্ষে মেয়ে মৌসি ইসলাম বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

তবে অভিযুক্ত শহিদুল ইসলামকে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীতে অসুস্থ্য পশু জবাই করার পর মাংস জব্দ, ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: রাজবাড়ীর প্রত্যন্ত অঞ্চলে কম্বল পেলো ১৫০ মানুষ

রাজবাড়ীতে ব্যবসায়ীদের আয়োজনে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া