Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১৮ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

রাজবাড়ীতে গাড়ি চাপায় মৃত্যু; রিপনের বিয়ের পাত্রী দেখতে আসার কথা, আসলেন মৃত্যুর খবরে

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ “শুক্রবার রিপনের বিয়ের পাত্রী দেখতে আসবো বলে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। সকালেই খবর আসে আমার ভাইকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে। ভাইকে এখন কোথায় পাবো। আমার ভাই হত্যার বিচার চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

কথাগুলো বলছিলেন নিহত রিপন সাহার বড় বোন নমিতা সাহা। শনিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহা পাড়ার নিজ বাড়িতে আহাজারি করছিলেন আর এভাবেই বিলাপ করে বলছিলেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রিপনের বাড়িতে দেখা যায়, উঠানে বসে আছেন বৃদ্ধ বাবা পবিত্র সাহা। বারান্দায় বসে বিলাপ করছিলেন বৃদ্ধ মা শিল্পী সাহা। উঠানে আহাজারি করছিলেন বড় দুই বোন সহ স্বজনরা। তাদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠেছে।

পবিত্র সাহা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ফোন করে রিপন বললো- বাবা, ‘মাইক্রোবাস গাড়ি ঠিক করেছি। মেয়ে দেখার জন্যি ইষ্টিকুটুম নিয়া শুক্রবার যাওয়া লাগবে। আমি সময় মতো চলে আসবানি।” শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে তেলের পাম্প থেকে ফোনে জানায়, রিপন এক্সিডেন্ট করেছে, আপনারা আসেন। গিয়ে দেখি আমার রিপন আর নাই। ওকে গাড়ি চাপা দিয়ে মাইরা ফেলাইছে। ৫ হাজার টাকার তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল। রিপন বাধা দিলে গাড়ির নিচে ফেলে মেরে ফেলে। আমি ছেলে হত্যার বিচার চাই। ওরা খুনি, পরিকল্পিতভাবে মেরে ফেলেছে।

দুই মেয়ে এবং দুই ছেলের মধ্যে বড় দুই মেয়ের বিয়ে হয়েছে। বড় ছেলে রিপনের বিয়ের জন্য শুক্রবার সদর উপজেলার কল্যাণপুর মেয়ে দেখতে যাওয়ার কথা। কয়েকদিন আগে মেয়ে পক্ষ রিপনকে দেখে পছন্দ করে গেছেন।

বৃদ্ধা মা শিল্পী সাহা বলেন, রিপনই ছিল পরিবারের উপার্জনক্ষম। বিয়ে করবে বলে বাড়িতে নতুন পাকা ঘর তুলেছে। আমাদের সব শেষ হয়ে গেল। ওরা আমার ব্যাটারে মাইরা ফেলাইছে। ওরা যেভাবে মারছে, আমিও তাদের শাস্তি দেখতে চাই।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাত সোয়া চারটার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড় আহলাদিপুর করিম ফিলিং ষ্টেশনে কালো রঙের নিজের জিপ গাড়ি থামিয়ে ৫ হাজার টাকার তেল নেন আবুল হাসেম ওরফে সুজন (৫৫) নামের রাজবাড়ীর প্রথম শ্রেণির ঠিকাদার। টাকা না দিয়ে তিনি টালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে আবুল হাসেম গাড়িতে উঠামাত্র স্বজোড়ে টান দেন চালক। বাধা দেওয়ার চেষ্টা করলে গাড়ির নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তেল পাম্পের কর্মচারী রিপন সাহা (৩০)।

এ ঘটনায় পুলিশ শুক্রবার বিকেলে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর নিজ বাড়ি থেকে গাড়ি জব্দ এবং মালিক আবুল হাসেম সুজনকে আটক করে। তিনি গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে। পুলিশ এ সময় বাড়ি থেকে একজন নারীকেও আটক করেন। দুর্ঘটনার সাথে ওই নারীর কোন সম্পৃক্ততা না থাকায় নারীকে তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। আবুল হাসেমের দেওয়া তথ্যমতে পুলিশ সদর উপজেলার বানিবহ নিজপাড়া গ্রাম থেকে গাড়ি চালক কামাল হোসেনকেও (৪৫) আটক করে। সে স্থানীয় আক্তার সরদারের ছেলে।

আবুল হাসেম সুজন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ এবং জেলা যুবদলের সাবেক সভাপতি ছিলেন। পেশায় প্রথম শ্রেণির ঠিকাদার। ২০১৯ সালের ২৮ জানুয়ারি ব্যক্তিগত কারণ দেখিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিএনপির রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এদিকে রিপন সাহার ছোট ভাই প্রতাপ ওরফে লিটন সাহা বাদী হয়ে শুক্রবার রাতেই আটককৃত আবুল হাসেম সুজন এবং গাড়ি চালক কামাল হোসেনকে আসামি করে একটি প্রতারণার পর হত্যা মামলা দায়ের করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, রিপন সাহার ছোট ভাই প্রতাপ সাহার দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামীদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়। বিকেলে আদালতে গাড়ি চালক কামাল হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে বিজ্ঞ আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে তেল নিয়ে পালানোর চেষ্টা; কর্মচারীকে চাপা দিয়ে হত্যায় চালকসহ গাড়ি মালিক গ্রেপ্তার

রাজবাড়ীর পদ্মায় কুমির: দেখতে ভিড় করছেন মানুষ, সতর্কতায় বনবিভাগ

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে দেখা মিললো কুমির, আতঙ্কে পদ্মা পাড়ের বাসিন্দারা

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও ওয়াকি-টকিসহ বিএনপি নেতা মশিউল আজম সহযোগীসহ গ্রেপ্তার

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: এতিমখানার শিক্ষার্থীসহ আরো ১২০জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীতে অসুস্থ্য পশু জবাই করার পর মাংস জব্দ, ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: রাজবাড়ীর প্রত্যন্ত অঞ্চলে কম্বল পেলো ১৫০ মানুষ

রাজবাড়ীতে ব্যবসায়ীদের আয়োজনে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া