
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার হওয়া রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি মো. শাহিন শেখকে (৩৩) আজ শনিবার বিকেলে আদালত কারাগারে প্রেরণ করেছে। এর আগে দুপুরের দিকে তাকে রাজবাড়ী সদর থানা পুলিশ তাঁকে আদালতে পাঠায়। শাহিন শেখ শুক্রবার দুপুরে কাতার যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন।
মো. শাহিন শেখ রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি। তিনি রাজবাড়ী সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের সুলতান শেখ এর ছেলে। তিনি ২০২২ সালের মার্চ মাসে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলিবর্ষণ, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, ছাত্রলীগ নেতা শাহিন শেখকে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কাতার যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিনামবন্দরের ইমিগ্রেশন পুলিশ প্রথমে গ্রেপ্তার করে। পরে তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমাবন্দর থানায় হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি রাজবাড়ী জেলা পুলিশকে জানানো হলে শুক্রবার সন্ধ্যার দিকে জেলা পুলিশের একটি দল বিমানবন্দর থানায় পৌছে তাঁকে তাদের হেফাজতে নেয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, জেলা পুলিশের দল শুক্রবার মধ্যরাতেই ছাত্রলীগ নেতা শাহিনকে নিয়ে রাজবাড়ী পৌছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। এরপর বিজ্ঞ আদালতে তাঁকে রাজবাড়ী জেলা কারাগারে প্রেরণ করে। শাহিনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা, হত্যা চেষ্টাসহ চারটি মামলা রয়েছে।