
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় পদ্মা নদীতে কুমির দেখার পর থেকে প্রতিদিন দূর-দূরান্ত থেকে দেখতে মানুষজন আসছেন। পদ্মা নদীর পাড়ে ভিড় করছেন নানা বয়সী মানুষ।
এদিকে এলাকাবাসীর সচেতনতায় উড়াকান্দা পদ্মা নদীর পাড়ে রাজবাড়ী সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষ থেকে সতর্কীকরণ সাইনবোর্ড টানানো হয়েছে। পাশাপাশি বন বিভাগের কর্মচারীরাও অবস্থান করছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সরেজমিন দেখা যায়, পদ্মা নদীর পাড়ে অবস্থিত ২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীর সামনের দিকে বাঁশের সঙ্গে প্লাস্টিকের নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। পাশে বড় করে সতর্কীকরণ সাইনবোর্ডে সাম্প্রতিক সময়ে পদ্মা নদীতে কুমির দেখার তথ্য জানানো হয়েছে। সবাইকে পদ্মা নদীতে গোসল করা, সাঁতার কাটা, মাছ ধরা এবং গরু গোসল করানোসহ আনুষাঙ্গিক কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ ২০২৬ এর ধারা ৪১ এর ৩ অনুযায়ী কুমির দেখার পর শিকার নিষিদ্ধের কথা বলা হয়েছে। এ আইন কেউ অমান্য করলে তিন বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হওয়ার কথা বলা হয়েছে।
রাজবাড়ী বন বিভাগ থেকে আসা দেলোয়ার হোসেন নামের এক কর্মচারী লোকজনের ভিড় দেখে মাঝে মধ্যে সবাইকে সতর্ক করছেন। যাতে কেউ নদীতে গোসল করতে না নামেন বা নদীর পাড়ে বসে কাপড় চোপড় ধোয়ার কাজ না করেন।

দেলোয়ার হোসেন বলেন, মঙ্গলবার কয়েকবার কুমিরটি দেখতে পাওয়ার পর এলাকাবাসী এবং সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারি। এরপর অফিসের নির্দেশে গতকাল বুধবার দুপুরে আমরা এখানে সতর্কীকরণ সাইনবোর্ড লাগিয়েছি। এলাকায় মাইকিং করেছি। এছাড়া আমরাও সার্বক্ষণিক আছি।
প্রত্যক্ষদর্শী ২৮নং সরকারি উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা তিনটার দিকে শিক্ষার্থীরা কুমির দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে দৌড়ে নদীর পাড়ে গিয়ে কুমির দেখতে পাই। আমাদের ধারণা কুমিরটি বড় হবে। গায়ে শেওলা পড়েছে। এ সময় আমি নিজে মোবাইলফোনে কুমিরের ছবি এবং ভিডিও ধারণ করি।
বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী জামিল হোসেন বলে, আমরা টিফিন শেষে পদ্মা নদীর পাড়ে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম। এ সময় হঠাৎ করে দেখি একটা বড় কুমির। আমরা সবাই ভয়ে চিৎকার করছিলাম। স্যারদের তখন ডেকে নিয়ে আসি। কিছুক্ষণ পর কুমিরটি ডুব দিয়ে চলে যায়।

স্থানীয় মুদি দোকানী মমিন মোল্লা বলেন, মঙ্গলবার দুপুরের দিকে স্কুলের ছেলে পেলেদের চিৎকারে নদীর পাড়ে গিয়ে একটা খাইটার মতো কুমির দেখতে পায়। এরপর গতকাল বুধবার বা আজ বৃহস্পতিবার এখন পর্যন্ত কুমিরটি আর দেখিনি। তবে ভয়ে দুইদিন ধরে নদীতে গোসল করিনা। আমার মতো এলাকার অনেকে ভয়ে নদীতে নামছেন না।
নদীর পাড়ে কুমির দেখতে রাজবাড়ী শহর থেকে আসা হেলাল সরদার বলেন, পদ্মা নদীতে কুমির দেখা গেছে খবর পেয়ে দেখতে এসেছি। অনেকক্ষণ হলো এখনো কুমিরের দেখা পায়নি।
রাজবাড়ী সামাজিক বনায়ন নার্সারি এবং প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী বন সংরক্ষক (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সানজিদা সুলতানা বলেন, শুষ্ক মৌসুমে খাবারের জন্য কুমির এখানে আসতে পারেন। প্রবাহমান পদ্মা নদী হওয়ায় আমরা ব্যবস্থাও নিতে পারছি না। এলাকবাসীর সতর্কতায় নদীর পাড়ে সতর্কীকরণ একটি সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। এলাকায় গতকাল মাইকিংও করা হয়েছে। আমাদের বন বিভাগের লোকজন সার্বক্ষণিক নদীর পাড়ে অবস্থান করে সবাইকে সতর্ক করছেন। ধীরে ধীরে এক সময় কুমিরটি অন্যত্র চলে যাবে।