Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১৬ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  4. অপরাধ
  5. অপরাধ
  6. আলোচিত খবর

রাজবাড়ীর পাংশায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

রাজবাড়ী মেইল ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির চাপায় সজীব প্রামানিক (১৮) ও মিরাজ শেখ (১৮) নামের মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন ফ্লিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব প্রামানিক পাংশা শহরের কোড়াপাড়া গ্রামের মো. সাইদুল প্রামানিকের ছেলে। এছাড়া মিরাজ শেখ একই গ্রামের মো. ইব্রাহিম শেখ এর ছেলে। সজিব এবং মিরাজ উভয়ই ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজনে গত বছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে।

পাংশা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলা শেষ করে দুই বন্ধু নম্বর বিহীন একটি নতুন সুজুকি মোটরসাইকেল চালিয়ে শহরের পশ্চিম কোড়াপাড়া বাড়ির দিকে ফিরছিল। তারা গ্রামীণ সড়ক ছেড়ে পাংশা সরদার বাসস্ট্যান্ডের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী একটি পণ্যবাহী গাড়ি স্বজোড়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল দুমড়ে ছিটকে সড়কের ওপর পরে দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনাটি হাইওয়ের মধ্যে হওয়ায় পাংশা হাইওয়ে থানা পুলিশ দেখছেন। হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

পাংশা হাইওয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকসেদুর রহমান মুরাদ বলেন, পাংশা সরদার বাসস্ট্যান্ডের কাছে অন্যদের সঙ্গে সজীব প্রামানিক ও সবুজ শেখ ব্যাডমিন্টন খেলছিল। রাত ১০ টার দিকে বাড়ি ফেরার পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় তাদের বহনকারী মোটরসাইকেলটিকে পিছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে সজীবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মিরাজকে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর ঘাতক পণ্যবাহী ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে অজ্ঞাত ট্রাক সহ চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। বুধবার মধ্যরাতেই আবেদনের পর লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

শোক সংবাদ; রাজবাড়ী সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপকের মৃত্যু

রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীতে অসুস্থ্য পশু জবাই করার পর মাংস জব্দ, ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: রাজবাড়ীর প্রত্যন্ত অঞ্চলে কম্বল পেলো ১৫০ মানুষ

রাজবাড়ীতে ব্যবসায়ীদের আয়োজনে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া

রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত   

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে ভলিবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

রাজবাড়ীতে বিনা নোটিশে সবজি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে শিশু-কিশোর অধিকার পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ

রাজবাড়ীতে ডিলারশিপ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

রাজবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে ইউপি সদস্য, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

গোয়ালন্দে হোসাইন ডিউরেবল পলিমারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ