Rajbarimail.com
ঢাকা, সোমবার , ১২ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. শিক্ষা
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে: বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: সাধারণ জনগণ, রাজনৈতিক নেতাকর্মী ও প্রার্থীদের সম্মিলিত আন্তরিকতায় সারা দেশের মতো রাজবাড়ীতেও একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, “গণভোট একটি জাতির দীর্ঘমেয়াদি গতি-প্রকৃতি নির্ধারণ করে। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা বহুস্তরীয় ও বহুমুখী প্রস্তুতি গ্রহণ করেছি, যাতে করে ভোটগ্রহণ হয় শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য।” তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগে রাজবাড়ীতে একটি অনুকরণীয় নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

এ সময় তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, ভোটাধিকার প্রয়োগ গণতন্ত্রের মূল ভিত্তি। তাই কোনো প্রকার ভয়ভীতি বা বাধা উপেক্ষা করে সকল ভোটারকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, জেলা সেনা ক্যাম্পের প্রতিনিধি, র‌্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা। পাশাপাশি রাজবাড়ী-১ ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, তাঁদের মনোনীত প্রতিনিধিগণ এবং জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় অংশগ্রহণকারী সংসদ সদস্য পদপ্রার্থী ও সাংবাদিকরা জেলার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং এসব কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের কঠোর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সভায় জানানো হয়।

মতবিনিময় সভা শেষে ঢাকা বিভাগীয় কমিশনার রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের ‘কিডস কর্নার’, অফিসার্স ক্লাব রাজবাড়ীর নবনির্মিত ইনডোর প্রকল্প এবং জেলা প্রশাসকের বাসভবনের মূল ফটকসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলা প্রশাসনের সেবার মান আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এর আগে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে ভোটের গাড়ি উদ্বোধন এবং শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। এ সময় জেলা প্রশাসক সুলতানা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথি দাস সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ: রাজবাড়ীর প্রত্যন্ত অঞ্চলে কম্বল পেলো ১৫০ মানুষ

রাজবাড়ীতে ব্যবসায়ীদের আয়োজনে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া

রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত   

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে ভলিবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

রাজবাড়ীতে বিনা নোটিশে সবজি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে শিশু-কিশোর অধিকার পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ

রাজবাড়ীতে ডিলারশিপ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

রাজবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে ইউপি সদস্য, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

গোয়ালন্দে হোসাইন ডিউরেবল পলিমারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

রাজবাড়ীতে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাজবাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অংশগ্রহণ নিয়ে বিএনপি প্রার্থীর মতবিনিময়

রাজবাড়ীতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় মামলা, প্রধান আসামী গ্রেপ্তার