
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, ওয়াকি-টকিসহ এক বিএনপি নেতাকে তাঁর সহযোগীসহ গ্রেপ্তার করেছে। রোববার দুপুর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান শেষে বিকেলে বালিয়াকান্দি সদর ইউনিয়নের একটি ইটভাটা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বিএনপি নেতা খোন্দকার মশিউল আজম চুন্নু (৫৫) বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। এছাড়া তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় মৃত খোন্দকার আব্দুর রশিদ এর ছেলে। তাঁর সহযোগী সদর উপজেলার শেখ পাড়ার রফিক শেখের ছেলে মো. রিদয় শেখ ওরফে পাপ্পু (৩০)। এ সময় তাদের কাছ থেকে একটি দেশি বন্দুক, দুইটি চাকু, তিনটি ওয়াকি-টকি, ৮টি মোবাইল ফোন, ৪টি ওয়াকি-টকির চার্জার, এক বোতল মদ, তিনটি মদের খালি বোতল ও নগদ ৩৮ হাজার টাকা জব্দ করা হয়।
অভিযান শেষে স্থানীয় সেনা ক্যাম্প ও পুলিশ জানায়, সম্প্রতি বালিয়াকান্দি সদর উপজেলা বাজার এলাকায় কর্তব্য পালনকালে চেকপোষ্ট থেকে পুলিশ মোটরসাইকেল আরোহীকে আটক করে জরিমানা করে। খবর পেয়ে বিএনপি নেতা খোন্দকার মশিউল আজম চুন্নু তাঁর দলবল নিয়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর চড়াও হন এবং ওই মোটরসাইকেল আরোহীকে ছাড়িয়ে নেন। এ ঘটনায় সরকারি কাজে বাঁধা দেওয়াসহ পুলিশের ওপর হামলার অভিযোগে গত বছর ১৭ ডিসেম্বর ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) খাইরুল ইসলাম বাদী হয়ে মশিউল আজম চুন্নুসহ অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় একটি মামলা করেন। ওই মামলায় পলাতক ছিলেন খোন্দকার মশিউল আজম চুন্নু।
এছাড়া মশিউল আজম চুন্নুর বিরুদ্ধে গত ৫ আগষ্টের পর বালিয়াকান্দি সদর উপজেলার ‘দুবলাবাড়ি জামিয়া ব্রিকস’ নামক একটি ইটভাটার মালিক মো. সাব্বির হোসেনকে তাড়িয়ে তাঁর ইটভাটা দখল করেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন, বিষ্ফোরক মামলা, চাঁদাবাজি, মারামারি, হত্যা চেষ্টা, সরকারি কাজে বাধা প্রদান, সন্ত্রাসী কার্যকলাপ সহ ১৮টি মামলা রয়েছে।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে দখলকৃত দুবলাবাড়ি ইটভাটা অফিসে বসে তিনি আড্ডা দিচ্ছেন মর্মে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রাজবাড়ী ক্যাম্পের সেনা সদস্যদের একটি দল ইটভাটায় অভিযান চালায়। এ সময় উল্লেখিত আগ্নেয়াস্ত্র, ওয়াকি-টকি এবং মাদকসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করে। যৌথ বাহিনীর কাছে প্রাথমিকভাবে স্বীকার করে, এলাকায় চাঁদাবাজি এবং বিটিআরসির অনুমোদন ছাড়াই ওয়াকি-টকি ব্যবহার করে সে তার বাহিনীর কার্যক্রম পরিচালনা করে আসছিল।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রুত সরকার প্রথম আলোকে জানান, সরকারি কাজে বাঁধা প্রদানসহ পুলিশের ওপর হামলার মামলায় যৌথ বাহিনীর হাতে আটককৃত বালিয়াকান্দি উপজেলা বিএনপির নেতা খোন্দকার মশিউল আজম চুন্নুকে গ্রেপ্তার করা করে রাজবাড়ী সদর থানায় রাখা হয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে নতুন করে অস্ত্র এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এ ধারায় দুটি মামলা দায়েরে হয়েছে। সোমবার তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।
এদিকে খোন্দকার মশিউল আজম চুন্নুর স্ত্রী কোহিনুর বেগম সাংবাদিকদের কাছে দাবি করেন, তার বিরুদ্ধে মামলা থাকায় ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। এছাড়া তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এটাও শুনেছি। বিজ্ঞ আদালতের কাছে আমি ন্যায় বিচার চাইবো।