
ইমরান মনিম, রাজবাড়ীঃ ‘আর্ত মানবতার সেবায় আমাদের লক্ষ্য’ এই স্লোগানকে সামনে রেখে সোমবার সকাল ১০টায় রাজবাড়ী রেডক্রিসেন্ট প্লাজাতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৫-২৭) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান সুলতানা আক্তার।
এ সময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের নবনির্বাচিত কমিটির ভাইস চেয়ারম্যান এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সেক্রেটারী মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, আঞ্জুমান আরা, মেহেদী হাসান, কাজী আরাফাত হোসেন।
এছাড়াও মনোনীত সদস্যদের মধ্যে রাজিয়া বেগম, মোঃ আল আজম আজাদী ও মোঃ আলিমুজ্জামান সহ এডহক কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর মোঃ নুরুজ্জামান ও রেডক্রিসেন্টের যুব সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রক্তদান, আর্ত মানবতার সেবায়, যুদ্ধ বিধ্বস্ত, প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে থাকে রেড ক্রিসেন্ট। সারাবিশ্বের মত বাংলাদেশে রেডক্রিসেন্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।
সভায় রেডক্রিসেন্টের ব্যাংক হিসাব, আগামী সাধারণ সভাসহ সোসাইটির উন্নয়ন ও আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরিচয় পর্ব ও আলোচনা সভা শেষে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন এডহক কমিটি।