
ইমরান মনিম, রাজবাড়ীঃ ‘স্মৃতিতে সংগ্রামে ইতিহাসে চির অম্লান’ সাবেক প্রধান মন্ত্রী দেশমাতা বেগম কালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ী ব্যবসায়ী কল্যান সমিতির আয়োজনে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নইম আনসারী, সদস্য সচিব সাবেক অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল। রাজবাড়ী ব্যবসায়ী কল্যান সমিতির আহবায়ক কাজী বেনজির আহম্মেদ এর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী চেম্বার অব কমার্সের পরিচালক ও রাজবাড়ী হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন ডিউক।
এ সময় আরোও বক্তব্য রাখেন রাজবাড়ী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মোবায়দুল ইসলাম মিরাজ, ব্যবসায়ী মো. আশরাফ আলী ও মো. নাসির মিয়া। প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, তিনবারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন দেশনেত্রী। তিনি সমগ্র বাংলাদেশের মাটি ও মানুষের পক্ষে কথা বলতেন। তাদের দুঃখ দুর্দশার কথা বলতেন, জনগনের কথা চিন্তা করতেন। তকে আমরা আজ হারিয়ে শোকাহত। আল্লাহ যেন তাকে বেহেস্তে নসিব করেন এই দোয়া করি।