
সুজন কুমার বিষ্ণু, রাজবাড়ীঃ ‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্য নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা পর্যায়ে ভলিবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিগণ।
জানা গেছে, এই ভলিবল প্রতিযোগিতায় শহীদ ওসমান হাদি একাদশ চ্যাম্পিয়ন ও কল্যানপুর একাদশ দলটি রানার্স আপ হয়। এই প্রতিযোগিতায় মোট ৪টি দল অংশগ্রহণ করে। ভলিবল খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আল আমীন খন্দকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়ার সংস্থার সদস্য মিরাজুল মাজিদ তূর্য।