Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ৬ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ জানুয়ারি ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী–২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু করে বেলা ২টা পর্যন্ত রাজবাড়ীর দুটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেয়া হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ও মোজাহিদুল ইসলাম। সংসদীয় আসনের মোট ভোটারের এক শতাংশ সমর্থকের স্বাক্ষর জমা দিতে ব্যর্থ হওয়ায় তাদের দুই জ‌নের মনোনয়ন বাতিল করা হয়।

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মো. আব্দুল মালেক মন্ডলের মনোনয়ন ঋণখেলাপির কারণে বাতিল করা হয়। বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেকের মনোনয়ন হলফনামায় স্বাক্ষর না থাকায় বাতিল হয়।এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ কুতুব উদ্দিন মনোনয়নপত্রের সঙ্গে কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের প্রত্যয়নপত্র দাখিল না করায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা রাজবাড়ী–২ আসনে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন—বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশীদ, জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী মোহাম্মদ হারুন-অর-রশিদ, খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জেলার প্রধান সমন্বয়কারী জামিল হিজাযী, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান এবং গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. নাসিরুল হক সাবুর মনোনয়নপত্রে বড় ধরনের কোনো ত্রুটি না থাকলেও কয়েকটি স্থানে স্বাক্ষর না থাকায় তা সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করলে তার মনোনয়ন বৈধ হ‌বে ব‌লে জানান রিটার্নিং কর্মকর্তা। এই আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

অন্যদিকে রাজবাড়ী–১ (সদর ও গোয়ালন্দ) আসনে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন অনুমোদন পেয়েছেন—বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু এবং জাকের পার্টির প্রার্থী দলের জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস। এই আসনে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে ইউপি সদস্য, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

গোয়ালন্দে হোসাইন ডিউরেবল পলিমারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

রাজবাড়ীতে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাজবাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অংশগ্রহণ নিয়ে বিএনপি প্রার্থীর মতবিনিময়

রাজবাড়ীতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় মামলা, প্রধান আসামী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে হামলা

রাজবাড়ী জেলার দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন 

রাজবাড়ীতে বিএনপির প্রার্থী গেলেন মনোনয়নবঞ্চিত নেতার বাড়িতে, কুশল বিনিময় ও দোয়া চাইলেন

জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত; রাজবাড়ী-১ আসনে খোন্দকার হাবিবুর রহমান ও রাজবাড়ী-২ এ শফিউল আজম খান

রাজবাড়ীতে হাদি হত্যার বিচার চেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন 

রাজবাড়ীতে ৭ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

১৪ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি ও লঞ্চ চালু, চার ঘন্টা পর আটকে পড়া লঞ্চের যাত্রী উদ্ধার