
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী–২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু করে বেলা ২টা পর্যন্ত রাজবাড়ীর দুটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেয়া হয়।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন—স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ও মোজাহিদুল ইসলাম। সংসদীয় আসনের মোট ভোটারের এক শতাংশ সমর্থকের স্বাক্ষর জমা দিতে ব্যর্থ হওয়ায় তাদের দুই জনের মনোনয়ন বাতিল করা হয়।
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মো. আব্দুল মালেক মন্ডলের মনোনয়ন ঋণখেলাপির কারণে বাতিল করা হয়। বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেকের মনোনয়ন হলফনামায় স্বাক্ষর না থাকায় বাতিল হয়।এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ কুতুব উদ্দিন মনোনয়নপত্রের সঙ্গে কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের প্রত্যয়নপত্র দাখিল না করায় তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা রাজবাড়ী–২ আসনে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন—বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশীদ, জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী মোহাম্মদ হারুন-অর-রশিদ, খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জেলার প্রধান সমন্বয়কারী জামিল হিজাযী, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান এবং গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. নাসিরুল হক সাবুর মনোনয়নপত্রে বড় ধরনের কোনো ত্রুটি না থাকলেও কয়েকটি স্থানে স্বাক্ষর না থাকায় তা সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করলে তার মনোনয়ন বৈধ হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এই আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
অন্যদিকে রাজবাড়ী–১ (সদর ও গোয়ালন্দ) আসনে বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন অনুমোদন পেয়েছেন—বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমির অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু এবং জাকের পার্টির প্রার্থী দলের জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস। এই আসনে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।