Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. পাঠকের কলম
  6. প্রবাস
  7. ভিন্ন স্বাদের খবর
  8. শিক্ষা
  9. সাহিত্য ও সংস্কৃতি
  10. ধর্ম ও জীবন
  11. আলোচিত খবর

রাজবাড়ীতে সুধী সমাবেশে বক্তারা; ‘তরুণ প্রজন্মকে গড়ে তুলতে প্রথম আলো কাজ করে যাচ্ছে’

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ণ

Link Copied!

oplus_0

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ প্রথম আলো সত্য প্রকাশের ক্ষেত্রে কারো পরোয়া করেনা বলেই বার বার বাধার সম্মুখিন হয়। তরুণ প্রজন্মকে গড়ে তুলতে প্রথম আলো কাজ করে যাচ্ছে। এ কারণে পাঠক মহলে প্রথম আলো সর্বাধিক প্রচারিত। সংবাদের সংবাদের গুরুত্বের কথা বলতে গেলে প্রথম আলো বাংলাদেশে যেমন এক নম্বর, তেমনি আন্তর্জাতিক মহলেও সুনাম কুড়িয়েছে।

অনুরাগের বশে কখনো নিউজ করে না। বাংলাদেশে যারা মুক্ত চিন্তা প্রকাশ করে, মুক্তচিন্তার মানুষগুলোকে এক ছাতার নিচে আনার কাজ করে প্রথমআলো। যারা পরিবেশ এবং প্রতিবেশিকে ভালো রাখতে চাই, প্রথম আলো তাদের নিয়ে কাজ করে। প্রথম আলো সমাজে আলো ছড়িয়ে যাচ্ছে। আমরা চাই প্রথম আলো ২৭ বছর নয়, শত বছর আয়ু লাভ করুক।

বৃহস্পতিবার বিকেলে প্রথম আলো আয়োজিত সুধিসমাবেশে বক্তারা এ কথা বলেন। প্রথম আলোর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজনীতিক, শিক্ষক, কবি-সাহিত্যিক, চিকিতসক, প্রকৌশলী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সংস্কৃতিকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশিার মানুষ অংশ নেন।

বৃহস্পতিবার বিকেল চারটার আগেই রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসতে শুরু করেন অতিথিরা। তাঁরা একে অন্যের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন। বিকেল চারটায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রথম আলো বন্ধুসভার সভাপতি, রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুরজিত চক্রবর্তীর সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো রাজবাড়ী জেলা প্রতিনিধি এম রাশেদুল হক।

স্বাগত বক্তব্যের পরই রাজবাড়ী বন্ধুসভার সদস্যদের উদ্যোগে ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা’ ও ‘ধন ধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা’ দুটি দেশাত্মকবোধক গান পরিবেশিত হয়। গান পরিবেশনের পর বক্তব্য রাখেন প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ। অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেন রাজবাড়ী বন্ধুসভার সদস্যরা।

oplus_0

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নূরুজ্জামান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভি জামান, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশসুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আবুবকর ছিদ্দিক, রাজবাড়ী জেলা মহিলা পরিষদের সভাপতি নারী নেত্রী অ্যাডভোকেট দেবাহুতী চক্রবর্তী প্রমূখ।

এছাড়া অনুষ্ঠানে পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সরদার, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস বেগম, অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, অবসরপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, রাজবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কবি সালাম তাসির, কবি ও লেখক অধ্যাপক আউয়াল আনোয়ার, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাবেক সভাপতি অধ্যাপক আবু মুসা বিশ^াস, জেলা সিপিবি নেতা কমরেড আবুল কালাম, সিনিয়র আইনজীবী মোস্তফা কবির, রাজবাড়ী জেলা সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, সনাক সদস্য কমল কান্তি সরকার, রাজবাড়ী শিশু রাজ্যের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ, কবি ও লেখক খোকন মাহমুদ, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী জেলা মহিলা পরিষদের সহসভাপতি শাহিনা সুলতানা, সাহাজউদ্দিন মন্ডল ইনষ্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম, রাজবাড়ী বন্ধুসভার সাধারণ সম্পাদক অলিউল আজম তৈমুর, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি জীবন চক্রবর্তী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি, বিশিষ্ট ব্যবসায়ী বাদল বিশ^াস প্রমূখ উপস্থিত ছিলেন।

মো. আবুবকর ছিদ্দিক বলেন, প্রথম আলো পাঠকের আস্থা অর্জন করেছে বলে ২৭ বছর ধরে এগিয়ে যাচ্ছে। সবচেয়ে পাঠক প্রিয় পত্রিকা এবং সমালোচিত পত্রিকা বলে প্রথম আলো এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসে তখন অনেক সংবাদপত্র মেরুকরণ হয়। আমাদের কথাহলো মেরুকরুণ করা যাবে না। প্রথম আলো সেখান থেকে অনেকটা আলাদা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রথম আলো চিরঞ্জবী হয়। মানুষের বিশ^াস অর্জন করা একটা বিরাট কাজ। প্রথম আলো পাঠকের সেই বিশ^াস অর্জন করেছে। আমাদের প্রত্যাশা প্রথম আলো ২৭ বছর নয়, হাজার বছর থাকুক।

অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম বলেন, আমরা দেখেছি বিগত সরকারের সময় অনেক অন্যায় কাজ হয়েছে। প্রথম আলোসহ অনেক পত্রিকার সাথে অন্যায় করা হয়েছে। যার ফলে আজ জুলাই আন্দোলন হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদপত্র হওয়ায় প্রথম আলো আজ বহুল প্রচারিত।

লিয়াকত আলী বলেন, আমরা চাই পত্রিকাটি যেন রাজনীতি করণের মধ্যে না যায়। অসত্যের ভিড়ে সত্য বড়ই একা। এ কথাটি একে বারে সত্য কথা। সত্য যতই সাহস হোক, সত্যে যতই সাহস থাকুক সেখানে হস্তক্ষেপ করলে সত্য থাকে না। আমরা দেখেছি এই পত্রিকাটি নিয়ে সমালোচনা আছে। সমালোচনা আছে তারপরও প্রথম আলো আজ বাংলাদেশের অন্যতম পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তাপস কুমার পাল বলেন, আমরা জানি, একটি এলাকার সার্বিকচিত্র তুলে ধরার জন্য গণমাধ্যমের ভূমিকা সবচেয়ে বেশি। বস্তুনিষ্ঠ সংবাদ সব সময় প্রথম আলো তুলে ধরেন। পুলিশের সাথে সংবাদ মাধ্যমকর্মীদের নিয়মিত যোগাযোগ রাখতে হয়। আশা করি প্রথম আলো তাদের ধারাবাহিকতা বজায় রাখবে।

অধ্যক্ষ রেজভি জামান বলেন, বাংলাদেশে যারা মুক্তচিন্তা করে প্রথম আলো তাদেরকে এক ছাতার নিচে রাখার চেষ্টা করে। প্রথম আলো সারা বছর ভাষা প্রতিযোগ, গণিত অলিম্পিয়াড, জিপিএ-৫ সংবর্ধনা প্রদানসহ অসংখ্য সামাজিক কর্মকা- করে থাকে। তাদের প্রতিটি ভালো কাজের সাথে আমার থাকার সুযোগ হয়েছে। আমি মনে করি প্রথম আলো ২৭ বছর কেন শত বছর আয়ু লাভ করুক।

তিনি আরও বলেন, প্রথম আলো সত্য প্রকাশের ক্ষেত্রে কারো পরোয়া করেনা বলেই বার বার বাধার সম্মুখিন হয়। তরুণ প্রজন্মকে গড়ে তুলতেও প্রথম আলো কাজ করে যাচ্ছে। এ কারণে পাঠক মহলে প্রথম আলো সর্বাধিক প্রচারিত। সংবাদের সংবাদের গুরুত্বের কথা বলতে গেলে প্রথম আলো বাংলাদেশে যেমন এক নম্বর, তেমনি আন্তর্জাতিক মহলেও সুনাম কুড়িয়েছে।

প্রফেসর ফকীর মোহাম্মদ নূরুজ্জামান বলেন, প্রথম আলো ভোরের আলোর মতো পরিষ্কার। প্রথম আলো এখন প্রখর আলো নিয়ে জ¦ল জ¦লে আলোয় রুপান্তরিত হয়েছে। প্রথম আলো অনেক ঝুঁকির মধ্যে থাকে। তারপরও তারা নিয়মিত কাজ করে যায়। আর প্রথম আলোর কর্মকা- ভালো লাগে বলেই আমি সর্বদা বন্ধুসভার কাজের সঙ্গে আমি সহ আমার পরিবার থাকে। প্রথম আলো বাংলাদেশের ক্রান্তিকালে যেন সাহসিকতার ভূমিকা রাখতে পারে এই প্রত্যাশা রাখছি।

তারেক মাহমুদ বলেন, সকল নিয়ম কানুন মেনে প্রথম আলো সংবাদ মাধ্যম হিসেবে এবং প্রথম আলো সম্পাদক তিনি নিজে সেরা আয়কর দাতা হিসেবে প্রতিবছর পুরুস্কৃত হন। আমাদের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছিল। নানা ধরণের প্রতিবন্ধকতার মধ্যে প্রথম আলো চলছে। নানা চড়াই উতরায় পার করে আর পাঠকের আস্থা নিয়ে প্রথম আলো এগিয়ে চলছে। পাঠক হচ্ছে প্রথম আলোর সবচেয়ে বড় শক্তি। আমি যতদিন দিয়ে যাবো, পাঠকও ততদিন আমাদের দিয়ে যাবে। ছাত্র আন্দোলনেও প্রথম আলো এগিয়ে চলেছে।

পরে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে অংশ নেন রাজবাড়ী জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেক, দৈনিক আমাদের রাজবাড়ীর সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটের সভাপতি হেলাল মাহমুদ, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় দাস, কবি ও লেখক নেহাল আহম্মেদ প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে কবি তারক পালের “বিষন্ন সূর্যের দেশে” ও “নিঃশব্দের জন্মদিন “কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

রাজবাড়ীতে সুধী সমাবেশে বক্তারা; ‘তরুণ প্রজন্মকে গড়ে তুলতে প্রথম আলো কাজ করে যাচ্ছে’

রাজবাড়ীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

১০ম গ্রেডসহ তিন দফা বাস্তবায়নের দাবীতে রাজবাড়ীর প্রথমিক শিক্ষকদের কর্মবিরতী

রাজবাড়ীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের মিলাদ ও দোয়া

রাজবাড়ী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত ও পরিবারের সম্পদ ক্রো‌কের আ‌দেশ

রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল আলম এবং সেক্রেটারি হলেন নজরুল ইসলাম

সৌদি আরব রিয়াদ শাখা রাজবাড়ী জেলা প্রবাসী বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন

নদী খনন কাজে ‘জবর দখল ও হাইজ্যাক’, সংবাদ সম্মেলনে রাজবাড়ীর ঠিকাদারের অভিযোগ

রাজবাড়ীতে সাপে কাটার পর জীবিত রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোয়ালন্দ

রাজবাড়ীতে গণঅধিকার পরিষদ প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প