Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে ঠিকাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ নভেম্বর ২০২৫, ৪:৪১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী আফড়া এলাকায় বুধবার দিবাগত গভীররাতে আব্দুল মাজেদ শেখ নামের এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আব্দুল মাজেদ শেখ পেশায় একজন প্রথম শ্রণির ঠিকাদার এবং দীর্ঘদিন ধরে ঠিকাদারি কাজে যুক্ত রয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে চন্দনী ইউনিয়নের আফড়া গ্রামে ঠিকাদার আব্দুল মাজেদের বসতবাড়িতে ৮–১০ জনের একটি ডাকাতদল দেয়াল টপকে বাড়ির ভিতর প্রবেশ করে। ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারিতে থাকা নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা এবং ৩ ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় বাড়িতে বেড়াতে আসা এক নারী অতিথির কান থেকে জোরপূর্বক স্বর্ণের দুল ছিনিয়ে নিতে গিয়ে তাঁর কানের লতি ছিঁড়ে যায়। পরে তাঁকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডাকাতির খবর পেয়ে রাতেই রাজবাড়ী সদর থানা পুলিশ সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ভুক্তভোগী আব্দুল মাজেদ শেখ সাংবাদিকদের জানান, “রাত আড়াইটা থেকে পৌনে তিনটার দিকে ৮-১০ জনের একটি ডাকাত দল দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্র ঠেকিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে টাকা পয়সা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এমনকি বেড়াতে আসা আমাদের এক অতিথির কানের দুল পর্যন্ত তারা ছিনিয়ে নেয়। এমন ঘটনা অত্যন্ত ভয়াবহ।”

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, “বুধবার দিনগত মধ্যরাত সোয়া তিনটার দিকে ডাকাতির খবর পেয়ে রাতেই আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। যতদূর জানতে পেরেছি, ওই বাড়ির দ্বিতীয় তলার বাসিন্দা এক লন্ডন প্রবাসীর আগামী সপ্তাহে বিয়ে। ডাকতারা মূলত ওই পরিবারকে টার্গেট করে ওই বাড়িতে হানা দেয়। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে আমরা এ বিষয়ে তদন্ত কাজ অব্যাহত রেখেছি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে ভলিবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

রাজবাড়ীতে বিনা নোটিশে সবজি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে শিশু-কিশোর অধিকার পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ

রাজবাড়ীতে ডিলারশিপ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

রাজবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে ইউপি সদস্য, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

গোয়ালন্দে হোসাইন ডিউরেবল পলিমারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

রাজবাড়ীতে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাজবাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অংশগ্রহণ নিয়ে বিএনপি প্রার্থীর মতবিনিময়

রাজবাড়ীতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় মামলা, প্রধান আসামী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে হামলা

রাজবাড়ী জেলার দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন 

রাজবাড়ীতে বিএনপির প্রার্থী গেলেন মনোনয়নবঞ্চিত নেতার বাড়িতে, কুশল বিনিময় ও দোয়া চাইলেন