Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১১ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ
  8. আলোচিত খবর

রাজবাড়ীতে প্যারোলে মুক্তিতে কোমড়ে দড়ি নিয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ৮:৫০ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বাবার মৃত্যুর খবরে এক ঘন্টার প্যারোলে মুক্তি পেয়ে শেষ বারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিলেন সাইদুল ইসলাম ওরফে তাজেল নামে যুবদল নেতা। জানাজার সময়ও তার কোমড়ে দড়ি দিয়ে বেধাখায় দলীয় নেতাকর্মী সহ স্থানীয়দের মাঝে অসন্তোষ দেখা দেয়।

সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের নিজ বাড়ির উঠানে বাবা মমিন মিয়ার জানাজা নামাজে অংশ গ্রহণ করেন। জানাজা শেষে দাফন সম্পন্নের পর সন্ধ্যায় আবার কারাগারে নেওয়া হয় সাইদুল ইসলাম তাজেলকে।

সাইদুল ইসলাম ওরফে তাজেল রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকার মমিন মিয়ার ছেলে এবং খানখানাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। সাইদুল ইসলাম তাজেল কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়ার অনুসারী হিসেবে পরিচিত।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুর রহমান সোমবার রাতে প্রথম আলোকে বলেন, যুবদল নেতা তাজুল ইসলাম সম্প্রতি অস্ত্র মামলায় রাজবাড়ী জেলা কারাগারে ছিলেন। গত রোববার রাত সাড়ে ৯টার দিকে তাঁর বাবার মৃত্যু হলে আমাদের জানানো হয়। পরে সোমবার সকালে প্যারোলে মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে আবেদন করেন। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে সোমবার বিকেল ৪টার দিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

ওসি আরো বলেন, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে জেলা পুলিশ লাইনসের সদস্য, জেলা গোয়েন্দা পুলিশ সদস্য এবং খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের প্রায় ২০ থেকে ২২ সদস্য দলের সতর্ক পাহারায় নিজ বাড়িতে তার বাবার জানাজায় নিয়ে যাওয়া হয়। জানাজা নামাজ শেষে প্রায় এক থেকে সোয়া এক ঘন্টা অবস্থানের পর সন্ধ্যা সোয়া ৫টার দিকে তাকে পুনরায় জেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে হয়রানীমূলক মামলায় কারাগারে প্রেরণ এবং বাবার জানাজায় কোমড়ে দড়ি দিয়ে বেধে রাখায় নেতাকর্মীদের অনেকে অসন্তোষ প্রকাশ করেন। খানখানাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মিঠু বলেন, সাইদুল ইসলাম তাজেলের বিরুদ্ধে এমন ঘটনা অত্যান্ত দুঃখজনক। রাজনীতি আজ প্রতিহিংসার পরিণত হয়েছে।আমরা যুবদল নেতা সাইদুল ইসলাম তাজেলের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

এমন ঘটনার পর কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসলাম মিয়া সোমবার রাতে কোমড়ে রশি দিয়ে বেধে জানায় শরীক হওয়ার ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করে লিখেন, “কারো বাবা মা চিরকাল বাঁচে না, একদিন আমি-আপনিও চলে যাবো পরপারে যখন আমাদের ডাক আসবে! কিন্তু কষ্টের বিষয় তখন হয়, যখন কোনো বাবার শেষ নিশ্বাসের সময় তার সন্তান পাশে থাকে না! যখন শেষ নিশ্বাসের সময় বলে যেতে পারে না—মা, ভাই, বোনকে দেখে রাখিস। কবে শেষ হবে এই প্রতিহিংসার রাজনীতি? কবে….???”

এর আগে গত ৯ নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও খানখানাপুর দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাইদুল ইসলাম তাজুল ও আকাশ মোল্লা নামের দুইজনকে আটক করে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ৬রাউন্ড ওয়ান শুটারগানের গুলি, ২রাউন্ড পিস্তলের বুলেট ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে অভিযান শেষে যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজবাড়ীতে ভলিবল প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

রাজবাড়ীতে বিনা নোটিশে সবজি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

রাজবাড়ীতে শিশু-কিশোর অধিকার পরিষদের উদ্যোগে কম্বল বিতরণ

রাজবাড়ীতে ডিলারশিপ বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

রাজবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে ইউপি সদস্য, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

গোয়ালন্দে হোসাইন ডিউরেবল পলিমারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

রাজবাড়ীতে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাজবাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অংশগ্রহণ নিয়ে বিএনপি প্রার্থীর মতবিনিময়

রাজবাড়ীতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় মামলা, প্রধান আসামী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে হামলা

রাজবাড়ী জেলার দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন 

রাজবাড়ীতে বিএনপির প্রার্থী গেলেন মনোনয়নবঞ্চিত নেতার বাড়িতে, কুশল বিনিময় ও দোয়া চাইলেন