Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ৬ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. ধর্ম ও জীবন
  8. আলোচিত খবর

নুরাল পাগলার বিয়াই শহীদুলের বিরুদ্ধে মামলা বানিজ্যের অভিযোগ, এলাকায় উত্তেজনা  

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫, ৮:০০ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা ইস্যুতে পরিবারের দায়ের করা মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। সেইসাথে দায়েরকৃত মামলাকে পুঁজি করে নুরাল পাগলের বেয়াই শহীদুল ইসলামের বিরুদ্ধে বানিজ্যের অভিযোগ এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটি। বিষয়টি নিয়ে এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সভাপতি মাওলানা জালাল‌ উদ্দিন প্রামানিকের স্বাক্ষরে এ সংক্রান্ত একটি অভিযোগ পত্র গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, “আপনি নিশ্চয়ই শহীদুল ইসলামের নাম শুনেছেন। সে নূরাল পাগলের বিয়াই। সে এলাকায় চিটার শহীদ নামে পরিচিত। নুরাল পাগলের ঘটনায় সে ব্যাপক ভাবে চাঁদাবাজী করে মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। মামলার ভয় দেখিয়ে সে অনেক মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে এবং আরো অনেকের কাছে টাকা দাবী করছে। এতে গোয়ালন্দের সাধারণ মানুষ অতিষ্ঠ ও বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। এ নিয়ে যে কোন সময় দুঃখজনক ঘটনা ঘটে যেতে পারে। যাতে কোন দুঃখজনক ঘটনা না ঘটে সে ব্যাপারে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নুরাল পাগলার দরবারে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগ, কবর হতে লাশ তুলে পুড়িয়ে দেওয়া ও হতাহতের ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দের আমলি আদালতে অভিযোগটি দায়ের করেন নুরাল পাগলের শ্যালিকা রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা শিরিন বেগম। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ হোসেন অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করে এবং আরো ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। যাদের অধিকাংশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ আম জনতা।

অভিযোগ উঠেছে, এ অভিযোগ নামায় অনেক নিরপরাধ ব্যক্তিকে ষড়যন্ত্র করে জড়ানো হয়েছে। যারা ঘটনার সাথে কোনভাবেই জড়িত নয়। এমনকি অনেকে ঘটনার দিন (৫ সেপ্টেম্বর) অনেকে এলাকায় ছিলেন না। অথচ তাদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। নুরাল পাগলার নিকট আত্মীয় সহিদুল ইসলাম এটাকে ঘিরে অর্থ বানিজ্য চালিয়ে যাচ্ছেন।

মামলার বিষয়ে ঢাকা বারের সিনিয়র আইনজীবী, গোয়ালন্দের বাসিন্দা মো. মাহবুবুবুর রহমান সাংবাদিকদের বলেন, একই ঘটনায় একাধিক মামলা দায়েরের আইনত সুযোগ নেই। নুরাল পাগলার ঘটনায় পুলিশের গাড়ি ভাংচুর ও সরকারি কাজে বাঁধাদান এবং হত্যা, হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নি সংযোগের অভিযোগে আরো দায়েরকৃত দুটি মামলা চলমান রয়েছে। তৃতীয় মামলাটি রিপিটেশন হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত শহিদুল ইসলাম মুঠোফোন বলেন, “আমার নামে যে অভিযোগটি দেওয়া হয়েছে সেটা সম্পন্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। আমি যদি নুরাল পাগলার ঘটনা বা মামলায় কারো কাছ থেকে কোন অর্থ নিয়ে থাকি বা দাবি করি তাহলে সেটা প্রমাণ করতে পারলে আমি প্রচলিত আইন অনুযায়ী শাস্তি মাথা পেঁতে নিবো।

তিনি আরো বলেন, আজ যারা অভিযোগ দিয়েছেন তারা আগের দুটি মামলার আসামি। মামলা থেকে বাঁচতে উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে। অথচ আমি এই মামলার কোন বাদীও না। বরং আমাকে নানাভাবে প্রাণণাশের হুমকি দেওয়া হচ্ছে। সেই বিষয়ে শীঘ্রই পদক্ষেপ নিব।

গোয়ালন্দ উপজেলা নির্বাহীর কর্মকর্তা (ইউএনও) সাথী দাস রোববার সন্ধ্যায় বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। জেলার উর্দ্বোতন স্যারদের সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে অজ্ঞান পার্টির খপ্পরে ইউপি সদস্য, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

গোয়ালন্দে হোসাইন ডিউরেবল পলিমারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

রাজবাড়ীতে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রাজবাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অংশগ্রহণ নিয়ে বিএনপি প্রার্থীর মতবিনিময়

রাজবাড়ীতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় মামলা, প্রধান আসামী গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় বিএনপি নেতার বাড়িতে গভীর রাতে হামলা

রাজবাড়ী জেলার দুটি আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন 

রাজবাড়ীতে বিএনপির প্রার্থী গেলেন মনোনয়নবঞ্চিত নেতার বাড়িতে, কুশল বিনিময় ও দোয়া চাইলেন

জাতীয় পার্টির প্রার্থী চূড়ান্ত; রাজবাড়ী-১ আসনে খোন্দকার হাবিবুর রহমান ও রাজবাড়ী-২ এ শফিউল আজম খান

রাজবাড়ীতে হাদি হত্যার বিচার চেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন 

রাজবাড়ীতে ৭ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত

১৪ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট রুটে ফেরি ও লঞ্চ চালু, চার ঘন্টা পর আটকে পড়া লঞ্চের যাত্রী উদ্ধার