Rajbarimail.com
ঢাকা, সোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ী-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ, কাফনের কাপড় পড়ে নেতাকর্মীদের বিক্ষোভ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫, ১১:১১ অপরাহ্ণ

Link Copied!

হেলাল মাহমুদ ও ইমরান মনিম, রাজবাড়ীঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে রোববার বিকেলে রাজবাড়ীতে ঢাকা-খুলনা এবং রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ হয়েছে। ফলে এই কর্মসূচি পালনকালে দুই মহাসড়কে যানজট তৈরি হওয়ায় যানবাহনের যাত্রী এবং চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পর থেকে বিভিন্ন স্থানের মতো রাজবাড়ী-১ আসনের (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) বিএনপির মনোনয়নবঞ্চিত নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন।

রোববার বেলা তিনটায় রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা প্রচার, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী এবং আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভের আয়োজন করে রাজবাড়ী জেলা বিএনপি। এর আগে গোয়ালন্দ মোড় দলীয় কার্যালয়ে রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন। চারটার দিকে মিছিল ঢাকা-খুলনা এবং রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ মোড় শহীদ গণি চত্ত্বরে অবস্থান নেন। এ সময় প্রার্থী পরিবর্তনের দাবিতে ক্ষুদ্ধ নেতাকর্মীদের অনেকে কাফনের কাপড় পড়ে প্রার্থী পরিবর্তনের দাবিতে স্লোগান দিতে থাকেন। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে এমন প্রকাশ্য বিক্ষোভ আসন্ন নির্বাচনে দলের অভ্যন্তরীণ কোন্দলকে আরও বাড়িয়ে দেবে বলে মনে করেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তবে বিএনপির অপর অংশের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসলাম মিয়াকে মনোনয়ন প্রদানের দাবিতে কয়েক হাজার নেতাকর্মী এই কর্মসূচি পালন করেন। প্রায় এক ঘন্টা অবস্থানের ফলে মহাসড়কের উভয় দিকে যানজট তৈরি হয়। দুর্ভোগে পড়েন শত শত যানবাহন যাত্রী এবং চালক। পরে প্রশাসনের সহযোগিতায় সন্ধ্যা সাড়ে পাঁচটায় বিক্ষোভকারীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় রাজবাড়ী সদর, রাজবাড়ী পৌরসভা, গোয়ালন্দ উপজেলা, গোয়ালন্দ পৌরসভা সহ ১২টি ইউনিটের প্রায় দশ হাজার নেতাকর্মী এসব কর্মসূচিতে অংশ নেন।

 

বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদ, সহসভাপতি জিয়াউল হুদা উজ্জল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা প্রমূখ।

module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Night;
cct_value: 5843;
AI_Scene: (-1, -1);
aec_lux: 250.53568;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী বলেন, যারা ১/১১ এর সময় জিয়া পরিবারকে বাদ দিয়ে সংস্কার করতে চেয়েছিলেন, কখনও রাজপথে পাওয়া যায়নি আজ তাঁকেই নমিনেশন দেওয়া হলো। অথচ যিনি ১৭টি বছর নেতাকর্মীদের পাশে থেকে রাজপথে সংগ্রাম করেছেন সেই অ্যাডভোকেট আসলাম মিয়াকে বঞ্চিত করা হলো, এটা কেমন নিয়ম।

গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেক বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলাসহ দলের কোন ইউনিটের নেতাকর্মীর সঙ্গে না বসে তাঁর সমর্থিত লোকজন নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমরা এমন অনিয়ম মানি না, মানবো না। দ্রুত এই মনোনয়ন বাতিল করে যিনি নেতাকর্মীদের নিয়ে চলেন, সেই আসলাম মিয়াকে মনোনয়ন দিতে হবে। নতুবা আমরা এই রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।

কর্মসূচির ব্যাপারে কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আসলাম মিয়া বলেন, ১৭টি বছর দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম। সকল আন্দোলন-সংগ্রামে মাঠে তাঁদের নিয়ে সক্রিয় থাকায় ফ্যাসিস্ট সরকারের মামলার আসামি হয়ে দুর্বিষহ জীবন কাটিয়েছি। ফ্যাসিষ্ট সরকারের নির্যাতনের শিকার হয়েছে বহু নেতাকর্মী। অথচ আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে কখনই মাঠে দেখা যায়নি। মনোনয়ন পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলা বিএনপির কোন নেতাকর্মীর সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেননি। তাঁর সমর্থিত নেতাকর্মীদের নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। এখন তৃণমূল নেতাকর্মীদের চাওয়ার বিষয়টি বিএনপির হাইকমা- ব্যবস্থা নিবেন বলে আশা করি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বেশি লাভের আশায় রাসায়নি মিশিয়ে লাল তিলকে কালো করে বিক্রি, ইউএনও’র অভিযানে জরিমানা 

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, রাজপথে কর্মসূচি দেয়ার হুমকি

গোয়ালন্দে নবাগত ইউএনও সাথী দাসের সাথে সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সমবায়ের মাধ্যমে জীবনকে উন্নতি করতে হবে – ইউএনও সাথী দাস

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাক বাংলা উৎসব

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা

রাজবাড়ীতে ২৬ কেজির পদ্মার পাঙ্গাশ বিক্রি হলো ৬৮ হাজার টাকায়

রাজবাড়ীতে শিশু ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণ

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস