Rajbarimail.com
ঢাকা, সোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ, রাজপথে কর্মসূচি দেয়ার হুমকি

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ১০:২৩ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ ও মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির মনোনয়ন প্রদানকে কেন্দ্র করে দলের একাংশের নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে এ আসনে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভায় ক্ষোভ প্রকাশ করেন নেতা-কর্মীরা। রাজবাড়ী সদর ও পৌর এবং গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠন যৌথ সভার আয়োজন করে।

সভায় রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্মআহবায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আসলাম মিয়া বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭বছর অনেক ত্যাগ ও জুলুম-অত্যাচার সহ্য করে রাজবাড়ী জেলা বিএনপিকে সংগঠিত করে রেখেছি। আ.লীগ ও পুলিশের শত বাঁধার মধ্যেও দলের কেন্দ্র ও আঞ্চলিক নেতাদের নির্দেশনায় ঝুঁকি নিয়ে সকল কর্মকান্ড পরিচালিত করেছি। জেল জুলুমের বিরুদ্ধে আইনী লড়াই লড়ে সর্বদা কর্মীদের পাশে থেকেছি। যিনি ১৭ বছর ঘরের মধ্যে ছিলেন। দল ও দলের কর্মীদের জন্য কোন ঝুঁকিই নেননি। দলের দুঃসময়ে সংস্কারবাদীদের দলে যোগ দিয়েছিলেন তাকেই মনোনয়ন দেয়া হলো। তারপরও আমরা দলের সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত ছিলাম।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনা ছিল যিনি মনোনয়ন পাবেন তিনি মনোনয়ন বঞ্চিতদের কাছে গিয়ে সঙ্গে করে নির্বাচনের মাঠে নামবেন। দুঃখের বিষয় এখানে মনোনীত প্রার্থী সেটা করেননি। এখনো আমাদের অবজ্ঞা ও হেয় করে চলছেন। দুঃসময়ে দলের হাল ধরে রাখার এটাই কি আমাদের উপহার! আমরা ধানের শীষের বাইরের নই। কিন্তু এইভাবে মাঠে নামা সম্ভব নয়।

সভায় জেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী বাবু, সদস্য সচিব কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হারুন-অর রশীদ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শোখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন গাজী।

এদিকে জেলা বিএনপির সদস্য সচিব কামরুল আলম দলের সিদ্ধান্ত মেনে নিয়ে এবং রাগ-অনুরাগ ভুলে নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানালে উপস্হিত নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা অবিলম্বে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিল করে আসলাম মিয়াকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। এ সময় তারা দাবি আদায় না হলে গণ পদত্যাগ, রাজপথে কর্মসূচি পালন এবং রাজবাড়ী-১ আসনে বিএনপির সকল ইউনিটের নেতৃবৃন্দের গণ স্বাক্ষর নিয়ে কেন্দ্রে জমাদানের ঘোষনা দেন। নেতাকর্মীদের বিক্ষোভের পর রাজবাড়ী-১ আসনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

এদিকে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উদ্ভুত পরিস্হিতিতে তার ফেসবুক আইডিতে শুক্রবার সকালে একটি লেখা পোষ্ট করেন। সেখানে তিনি দলের নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ জানান। সেইসাথে তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিজয়ী হলে সকলকে সঙ্গে নিয়ে আধুনিক ও উন্নত রাজবাড়ী গড়ে তোলার কথা বলেন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিতে এ আসনে জয় লাভের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রাক বাংলা উৎসব

রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবসের র‍্যালি ও আলোচনা সভা

রাজবাড়ীতে ২৬ কেজির পদ্মার পাঙ্গাশ বিক্রি হলো ৬৮ হাজার টাকায়

রাজবাড়ীতে শিশু ধর্ষনের অভিযোগে গ্রেপ্তার কিশোরকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণ

রাজবাড়ীতে সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি হলো মহাবিপন্ন বাগাড়

কালুখালীতে রাতের আধারে কৃষকের ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

রাজবাড়ীর খানখানাপুরে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র মতবিনিময় সভা

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন সাথী দাস

ভিক্ষা না করে জীবনসংগ্রাম চালানো ৭৮ বছরের জন্মান্ধ রাজবাড়ীর আব্দুল গফুরের পাশে বিএনপি

রাজবাড়ীতে অ্যাম্বুলেন্সকে আয়করের আওতায় না আনার দাবিতে মানববন্ধন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোয়ালন্দ হাসপাতালে খাবার পরিবেশন 

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল