Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

দৌলতদিয়ার পদ্মায় গোছল করতে গিয়ে শ্রমিক নিখোঁজ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ আগস্ট ২০২১, ৯:৪৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ২ নম্বর ফেরি ঘাট এলাকায় গোছল করতে নেমে সুলতান শিকদার (৩২) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। সে দৌলতদিয়া ২ নম্বর ফেরি ঘাট সংলগ্ন সিদ্দিক কাজী পাড়ার আহম্মদ শিকদারের ছেলে।

স্থানীয় লোকজন জানান, সুলতান দৌলতদিয়া ২ নম্বর ফেরি ঘাটে সারবোঝাই কার্গো থেকে মালামাল নামানোর কাজ করেন। বুধবার সন্ধ্যার দিকে কাজ শেষ করে বাড়িতে যায়। এ সময় দুই মেয়ে পরাটা খাওয়ার আবদার করলে স্থানীয় একটি হোটেল থেকে পরাটা কিনে দিয়ে পদ্মা নদীতে গোছল করতে নামেন। অনেকক্ষণ হলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়ে। এসময় স্থানীয় এক ব্যক্তি নদীর পাড়ে মুঠোফোন বাজতে দেখেন। অনেকক্ষণ ধরে মুঠোফোনের রিং টোনের আওয়াজ শুনতে পাওয়ায় সে কাছে গিয়ে ফোনটি ধরেন। এসময় বিপরিত পাশ থেকে তাঁর স্ত্রী জানান, এটি সুলতানের ফোন, সে কোথায় জানান? তখন তিনি জানান, নদীর পাড়ে জিওব্যাগের ওপর অনেকক্ষণ ধরে রিংটোন বাজতে দেখে ফোনটি ধরেছি। সাথে কিছু টাকা পড়ে আছে।তখনই  পরিবারের সবাই বুঝতে পারেন তিনি গোছল করতে নেমে নিখোঁজ হয়েছেন। এ সময় খবর পেয়ে অন্যান্য শ্রমিকরাও সুলতানকে নদীতে খোঁজ করতে থাকে। তবে অন্ধকার বেশি হওয়ায় সুলতানের সন্ধান পাননি। সুলতানের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা আহাজারি করছেন।

সুলতান শিকদারের খালাতো ভাই চান্দু মোল্লা জানান, সুলতানের মা ও স্ত্রীসহ দুই মেয়ে সন্তান রয়েছে। সুলতান প্রতিদিন ফেরি ঘাট এলাকায় কার্গো থেকে মাল নামানোর কাজ করেন। এতে যে আয় হয় তাই দিয়ে চলে তার সংসার। আমরা সুলতানের সন্ধানে সম্ভব্য সব স্থানে খোঁজ করছি। তবে পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় তাঁকে জীবিত উদ্ধার নিয়ে শঙ্কায় আছি।

তিনি আরো বলেন, রাত ৮টার দিকে এমন খবর পাওয়ার পর দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ি এবং গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দিয়েছি। নৌপুলিশ ঘটনাস্থল দেখে ঘুরে যান। ফায়ার সার্ভিসের লোকজন এসে রাতে উদ্ধার অভিযান চালানো সম্ভব না, সকালে দেখবেন বলে চলে যান।

সকালে রাজবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশনের উপসহকারী পরিচালক আব্দুর রহমানের নেতৃত্বে পাটুরিয়া থেকে ৬ সদস্যের ডুবুরি দল এসে অভিযান শুরু করে। তীব্র স্রোতের কারণে অভিযান ব্যাহত হয়। এসময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক উপস্থিত ছিলেন। বেলা ১১টার সময় তীব্র স্রোতের কারণে উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণা করে ফায়ার সার্ভিস।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ.লীগ ও যুবলীগের চার নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

কালুখালীতে রসুন খেত থেকে কৃষকের লাশ উদ্ধার

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন