Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

সামান্য বৃষ্টিতে রাজবাড়ীর বড় বাজার নোংরা ও দূষিত পানিতে সয়লাব, দুর্ভোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ জুন ২০২১, ৫:৫৬ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ বর্ষা মৌসুম এলেই রাজবাড়ীর বড় বাজার সামান্য বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরী হয়। প্রতি বছরই এ বাজারে অবস্থিত ব্যবসায়ী, ক্রেতা সাধারন ও বসবাসকারীদের ভোগান্তি বাড়ে। সাথে বাজারের বিভিন্ন রাস্তা ঘাট তলিয়ে নোংরা ও দূষিত পানিতে সয়লাব হয়ে দুর্ভোগের মাত্রা আরো বেড়ে যায়।

জনাকীর্ণ ড্রেনেজ ব্যবস্থা ও পানি প্রবাহের নালা ও খাল না থাকায় এমন দুর্ভোগ প্রতি বছরই লেগে থাকে বাজারে আসা মানুষের । এ সমস্যা নিরসনে পৌর পিতার হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা।

রাজবাড়ীর শহরে অবস্থিত বড় বাজােে অবস্থিত কাপড় বাজার, খলিফা পট্টির প্রধান সড়ক, চাল বাজার,ফল বাজার, সবজি, গুড় ও মাছ বাজার প্রতি বছরই বৃষ্টি এলেই পানি জমে জলাবদ্ধতা তৈরী হয়। ড্রেনের নোংরা পানিতে সয়লাব হয়ে যায় সমস্ত রাস্তা ঘাট ও বাজার। আর এতে বাজরে আসা ক্রেতা বিক্রেতা ও স্থানীয়রা পরেন চরম ভোগান্তিতে। বৃষ্টিতে বিভিন্ন স্থানে হাটু পানি পর্যন্ত জমে যায়। বৃষ্টির পর কয়েক ঘন্টা পেড়িয়ে গেলেও দূষিত ও নোংড়া পানি বেড়িয়ে না যাওয়ায় মারাত্বক ভোগান্তি পোহাতে হয় তাদের। ড্রেনেজ ব্যবস্থা সঠিক পরিকল্পনা অনুযায়ী না করায় বৃষ্টির পানি কয়েক ঘন্টা জমে জলাবদ্ধতা তৈরী হয়। পানি প্রবাহের খাল ও নালা গুলো ময়লা আবর্জনায় ভরে যাওয়ায় ড্রেনের পানি প্রবাহে প্রতিবন্ধকতা তৈরী করে শহর জলাবদ্ধতার অন্যতম কারন।

বাজারে আসা ক্রেতা সাধারন বলেন, বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরী হওয়ায় ও ড্রেন থেকে নোংড়া পানিতে ছয়লাব হয় বাজার ঘাট। বৃষ্টির পাতিতে স্থানে স্থানে হাটু পানি সমান জমে যায় যা কয়েক ঘন্টা পর্যন্ত জমে জলাবদ্ধতায় পরিনত হয়। এ কারনে বাজারে আসতে পারেন না তারা। বাজারে কেনাকাটা করতে তাদের মারাত্বক সমস্যার মধ্যে পরতে হয়। নোংড়া পানির কারনে তাদের শরীরে নানা ধরনের চর্মরোগ দেখা দেয়। বাজেরর ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতা ও স্থানীয়রা ভোগান্তি থেকে রেহাই পেতে নগর পিতার কাছে দ্রুত জলাবদ্ধতা নিরসন করতে অনুরোধ জানান।

রাজবাড়ী পৌরসভার সহকারী প্রকৌশলী এ এইচ এস মো. আলী খান বলেন, খাল দখলের কারনে পানি বের হওয়ার সবকটি আউট ফলিং বন্ধ হওয়ায় পানি প্রবাহে প্রতিবন্ধকতা তৈরী হয়েছে। খাল গুলো দখল মুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে। ড্রেনের মুখ গুলো মাস্টার প্ল্যান করে মুল ড্রেনে নেওয়া হয়েছে। বাকি কাজ টুকু করা হলে এ সমস্যা থাকবেনা বলেন তিনি।

রাজবাড়ী পৌরসভার মেয়র মো. আলমগীর শেখ তিতু বলেন, বাজারের ব্যাবসায়ীরা তাদের ময়লা আবর্জনা ড্রেনের মুখে ও মাঝে ফেলার করনে ড্রেনের পানি বাঁধা পেয়ে জলাবদ্ধতা হয়। ব্যবসায়ীরা নিজেরাই নিজেদের সমস্যা তৈরী করেন। জলাবদ্ধতা নিরসনে তাদের সচেতন হতে হবে আগে। তবে শহরের বেশিরভাগ খাল গুলো জন সাধারন নিজেদের দখলে রেখেছে। খাল দখল মুক্ত করতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন। শহরকে সুন্দর শহর করে গড়ে তুলতে সুদুর প্রসারি পরিকল্পনা করে উন্নয়ন কাজ করতে হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে লোকাল বাস বন্ধ, দুর্ভোগ

কালুখালীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

কালুখালীতে যাত্রীবাহি দুই পরিবহনের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-১৫

ভুল রাজনীতির কারণে শেখ মুজিবকে জীবন দিতে হয়েছে – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ডিবেট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক কমিটি গঠন

বরশিতে পাওয়া ১৬ কেজি পদ্মা নদীর বোয়াল বিক্রি হলো অর্ধলাখ টাকায়

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে তারুণ্যের উৎসব

গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলে দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু 

রাজবাড়ীতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

খরিদ্দার সেজে মাদক ব্যবসায়ীকে ধাওয়া, গোডাউনে মিললো গুলিসহ তিনটি বিদেশি পিস্তল

সন্তানদের পরিচয়ে পরিচিত হতে চান দৌলতদিয়া যৌনপল্লীর মায়েরা

গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরন