Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ

ভারত থেকে পাচার করে আনা ১০৩ ভরি স্বর্ণালংকার গোয়ালন্দে উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ী মেইল ডেস্ক
১ মে ২০২১, ১১:১৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট ইউনিয়ন পরিষদের সামনে ১০৩ ভরি ভারতীয় স্বর্ণালংকার উদ্ধার করেছে। চারটি প্যাকেটে কৌশলে পাচারকালে পুলিশ তাপস বনিক (৫৫) নামের একজনকে আটক করে। সে ব্রাম্মণবাড়িয়া পৌর শহরের ৫নম্বর ওয়ার্ডের কাজী পাড়া মহল্লার মৃদ দীনেশ চন্দ্র বনিকের ছেলে।

তার দেওয়া তথ্যে গৌরাঙ্গ দত্ত (৪৫) নামের আরেকজনকে আটক করে। সে ঢাকার উত্তরা পশ্চিম থানার ১৩ নং সেক্টরের ২০নম্বর রোডের ১১নং বাসার ক্ষিতীন্দ্র চন্দ্র দত্ত এর ছেলে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় শনিবার মামলা দায়ের হলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠায়। এর আগে শুক্রবার বিকেলে তাদের কাছ থেকে পুলিশ ১২১০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৭ লাখ টাকা।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানা  পুলিশ মহাসড়কের ডিউটি পালন করছিলেন। বেলা দুইটার দিকে গোয়ালন্দ ঘাট থানার ওসি গোপন সংবাদের ভিত্তিতে এখান দিয়ে ভারতীয় স্বর্ণের চালান পাচারের খবর পান। তিনি সাথে সাথে ডিউটিরত এস.আই মাছরুল আলমকে অবগত করেন। বেলা সোয়া ২টার দিকে গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকা থেকে রিক্সাযোগে দৌলতদিয়া ঘাটের দিকে এক ব্যক্তি রিক্সা যোগে যাচ্ছিলেন। রিক্সাটি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে বরকত সরদার পাড়ায় পৌছলে পুলিশ দেখে তাপস বনিক দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে কোমড়ে রাখা ৪টি কাগজের প্যাকেটে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় স্বর্ণালংকার উদ্ধার করে। এসময় ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর সহ রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. শরীফ উজ-জামান ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় লোকজনের সামনে প্যাকেট খুলে দেখেন তাতে বেশ কয়েকটি স্বর্ণের চেইন, চুর, চুড়ি কানের দুল, আংটি সহ বিভিন্ন প্রকারের স্বর্ণের গহনা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত তাপস বনিক এসব স্বর্ণালংকার ভারত থেকে পাচার করে আনা। গ্রেপ্তারকৃত গৌরাঙ্গ দত্তের পরামর্শে ভারত থেকে আনার পর দর্শনা বর্ডার পার হওয়ার পর স্থানীয় জনৈক আবুল কালাম এর কাছে পৌছে দিবে। তার কাছ থেকে তাপস স্বর্ণালংকার মাইক্রোবাস যোগে দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসার কথা। দৌলতদিয়া থেকে গৌরাঙ্গ দত্ত গ্রহন করে মাইক্রোবাসযোগে নদী পাড়ি দিয়ে গাজীপুর পৌছানোর কথা রয়েছে। পুলিশ বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাপস বনিকের মাধ্যমে কৌশলে গৌরাঙ্গ’র জন্য অপেক্ষা করতে থাকে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটে পৌছলে গৌরাঙ্গকে পুলিশ আটক করে। স্বর্ণালংকারগুলো স্থানীয় জুয়েলারি কারিগর দিয়ে প্রাথমিক পরীক্ষা শেষে রাতে ফরিদপুরে হলমার্ক গিয়ে আরো যাচাই বাছাই শেষে স্বর্ণের ক্যারেট এবং ওজন নিশ্চিত হয় পুলিশ। এতে জানতে পারেন মোট স্বর্ণের ওজন প্রায় ১২১০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৬৬ লাখ ৯৫ হাজার টাকা। এ ঘটনায় থানার এস.আই মাছরুল আলম বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, প্রাথমিকভাবে তাদের আটককালে বৈধ কোন কাগজপত্র দিতে না পারায় এবং জিজ্ঞাসাবাদে চোরাচালানের কথা স্বীকার করায় তাদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ.লীগ ও যুবলীগের চার নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

কালুখালীতে রসুন খেত থেকে কৃষকের লাশ উদ্ধার

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন