মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ পাক দরবার শরীফের আলোচিত পীর নুরুল হক ওরফে নুরাল পাগল (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৫ টার দিকে ঢাকার পপুলার ডায়াগনস্টিক হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই দিনে রাতে তাঁর নিজ বাড়িতে দুটি জানাজা নামাজ শেষে শনিবার রাত দশটার দিকে তাঁর দরবারেই দাফন সম্পন্ন করা হয়।
নুরুল হক পাগল রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাতেম মোল্লার ছেলে। তিনি ছিলেন বাবা মায়ের তিন ভাই এক বোনের মধ্যে ছোট।
তিনি গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের গোয়ালন্দ পাক দরবার শরীফে বসবাস করতেন। কৈশোর থেকে মাটির বদনা বাজিয়ে গান বাজনা শুরু করলেও পরবর্তী সময়ে তিনি শেষ নবী ইমাম মেহেদী’র (রাঃ) দ্বীন প্রচার করতেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য ভক্তবিন্দ রেখে যান। তাঁর মৃত্যুতে পাক দরবার শরীফে হাজার হাজার ভক্ত বিন্দর আগমন হয়।
এদিকে নুরাল পাগলের মৃত্যুর খবর শুনে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম শনিবার বিকেলে নুরাল পাগলের মরদেহ দেখতে তাঁর বাড়িতে যান।