নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীররাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড তমিজুদ্দিন মৃধা পাড়া বাসিন্দা ছামাদ মোল্লার ছেলে আব্দুস ছালাম মোল্লা (২৬)।
থানা পুলিশ জানায়, গত ৭ জুলাই দিবাগত রাত ১১ টার দিকে আসামী ছালাম মোল্লা ভিকটিমের শোয়ার ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দিয়ে ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনার প্রায় দেড় মাস পর মঙ্গলবার (১৯ আগস্ট) গোয়ালন্দ ঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়। পরে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা সংগীয় ফোর্সসহ উপজেলার দৌলতদিয়া ৭ নং ওয়ার্ড সৈদাল পাড়া অবস্থিত রশিদ শিকদারের দোকানের সামনে থেকে আসামীকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।