নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইতালী প্রবাসীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। প্রবাসীর স্ত্রী পলি আক্তার বাদী হয়ে সোমবার রাজবাড়ীর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বালিয়াকান্দি আমলী আদালতে চাঁদাবাজির মামলা করেন। এতে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, তার ছেলে খোন্দকার শফিউল আলম শিপলু, খন্দকার শোভন আরেফিনসহ ৮জনকে আসামি করা হয়েছে।
এদিকে প্রবাসীকে মারধরের প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বালিয়াকান্দি সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে আহত প্রবাসী মাসুম শেখ, স্ত্রীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও প্রবাসী মাসুম শেখ বলেন, ১৮ বছর ধরে ইতালীতে প্রবাস জীবন যাপন করছি। বালিয়াকান্দি বাবার কবরসহ পরিবার থাকায় প্রতি বছর একবার দেশে ফিরেন। গত ১৩ আগষ্ট তিনি দেশে ফিরেন। ১৫ আগষ্ট শুক্রবার জুম্মার নামাজ শেষে বাবার কবর জিয়ারত করে বাড়ি ফিরছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পৌছানো মাত্র খোন্দকার শফিউল আজম চুন্নু, ছেলে খোন্দকার শফিউল আলম শিপলুসহ বেশ কয়েকজন পথরোধ করেন। এ সময় তার কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দেয়। হাতুরী ও লোহার রড দিয়ে এলোপাথারী মারধর করে গুরুতর জখম করেন। তাঁর চিৎকার শুনে স্ত্রীসহ পরিবারের লোকজন আকুতি করেও রক্ষা করতে পারেননি। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহত মাসুম শেখকে থানায় নিয়ে যায়। বিষযটি গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশ সন্ধ্যায় ছেড়ে দেয়।
মাসুম শেখ বলেন, খোন্দকার মশিউল আজম ২০২৪ সালের ৫ আগষ্টের আগ পর্যন্ত আমার কাছ থেকে কয়েক দফা ৫-১০ হাজার টাকা করে নেন। ৫ আগষ্টের পর থেকে তিনি বালিয়াকান্দির মূর্তিমান আতঙ্ক। তাঁর কথার বাইরে গাছের একটি পাতাও নড়ে না। তাঁর কথায় থানা চলে, উপজেলা প্রশাসন, বাজার চলে। তিনি এবং তাঁর সন্তানরা টেন্ডারবাজি, চাঁদাবাজি করে বহুতল বাড়ি, ইটভাটা, জমি করছেন। ১৩ আগষ্ট দেশে আসামাত্র ১০ লাখ টাকা চাঁদাদাবি করেন। মশিউল আযম, তাঁর ছেলেসহ জড়িত সকলের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মাসুম শেখ এর স্ত্রী পলি আক্তার বলেন, তিনি বালিয়াকান্দি উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চাকুরি করতেন। মশিউল আজম চুন্নুর ছেলে খন্দকার শফিউল আলম শিপলু প্রায় আমাকে উত্যক্ত করতো। বাধ্য হয়ে ২০১৯ সালে একটি মামলা করলে ওই মামলায় কয়েক মাস জেলও খাটে। বাধ্য হয়ে বালিয়াকান্দি ছেড়ে ফরিদপুর বদলি হয়ে চলে যাই।
মামলার আইনজীবী ও রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন খোন্দকার মশিউল আজম চুন্নু। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রের নির্দেশে ২০২২ সালে তাঁকে বহিস্কার করা হয়। ইতালী প্রবাসী মাসুমের কাছে ১০ লাখ টাকা চাঁদাদাবির ঘটনায় স্ত্রী পলি আক্তার বাদী হয়ে খোন্দকার মশিউল আজম চুন্নু, তার দুই ছেলেসহ ৮জনকে আসামী করে মামলা করেন। বিজ্ঞ আদালত বালিয়াকান্দি থানাকে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের নির্দেশ প্রদান করেছেন।
খোন্দকার মশিউল আজম চুন্নু অভিযোগ অস্বীকার করে মাসুম শেখকে নিষিদ্ধ সর্বহারা দলের সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন। আওয়ামী লীগ সরকারের সময় তাঁর (মশিউল আজম) বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে কয়েক দফা ৮ লাখ টাকা নেয়ার অভিযোগ করেন। ওই ক্ষোভে শুক্রবার দেখা হওয়ার পর বিক্ষুদ্ধ লোকজন তাকে মারধর করেছে। চাঁদাদাবির অভিযোগ মোটেও সত্য নয়। মাসুমের গ্রেপ্তারের দাবিতে সোমবার বিকেলে বালিয়াকান্দিতে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করছে।