নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ী গোয়ালন্দে উপজেলা প্রশাসনের উদ্যোগে সবুজ বরায়ন গড়ার লক্ষে ফলদ গাছের চারা রোপন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন, বাসস্ট্যান্ড, মরা পদ্মার রাস্তার দুই ধারে কাঠ বাদাম, আমলকি ও আম গাছের চারা রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
ইউএনও বলেন, গোয়ালন্দ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আহবান জানানো হয়েছে- আসুন সবাই মিলে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। গোয়ালন্দ হোক একটি বাসযোগ্য, সবুজ ও টেকসই ভবিষ্যতের প্রতীক।
তিনি আরও বলেন, প্রাকৃতিক শোভা বাড়ানো, জীবন ও সম্পদ রক্ষার্থে এবং অক্সিজেন সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে চারা গাছ রোপনের মূল উদ্দেশ্য।