Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

নিখোঁজের দুই দিন পর মাটিতে পুতে রাখা ট্রাক চালকের লাশ

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ মার্চ ২০২১, ১০:৪৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ শনিবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার বদিউজ্জামান বেপারী পাড়ার জনৈক মজিবর রহমান ওরফে মজি মাষ্টারের পুকুর থেকে নরম মাটিতে পুতে রাখা এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রনি পাঠান (২৩)। সে ট্রাক চালক ও গোয়ালন্দ পৌরসভার আদর্শ গ্রামের আব্দুল মতিন পাঠানের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় লোকজন মজিবর রহমানের মাষ্টারের পুকুর পাড়ে ছাগল আনতে গিয়ে গন্ধ পায়। বিষয়টি স্থানীয় কয়েকজন জানতে পারলে বিষয়টি থানা পুলিশকে জানান। পুলিশ খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে লাশ উদ্ধার করে। এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে সে নিখোঁজ ছিল।

নিহত রনি পাঠানের মা মরিয়ম বেগম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ট্রাক চালানো শেষে রনি বাড়ি ফিরে কিছু খাওয়া দাওয়া করে। পরে পাশের ইবাদুল্লা মিস্ত্রি পাড়ার জুয়েল (২১), ময়ছের শেখের পাড়ার জীবন (২২) ও শাখের ফকির পাড়ার সুজন (২২) তাকে ডাক দিয়ে নিয়ে যায়। এরপর থেকে রনি আর বাড়ি ফিরে আসেনি। ওরাই আমার পোলাকে খুন করেছে। আমি ওদের কঠিন শাস্তি চাই। ওর কাছে অনেক টাকা ছিল, তাও নিয়ে গেছে। আমার এমন সর্বনাশ ওরা কেন করলে রে?

শনিবার বিকেলে ঘটনাস্থলের পাশে রক্তের দাগ দেখা যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ উত্তোলনের পর দেখা যায়, রনির গলা কাটা। ধারালো অস্ত্র দিয়ে জবাই করা শেষে পুকুরের পাড়ে কাঁদা মাটিতে পুতে রাখে। লাশের পাশেই নিহত রনির মা, ভাই-বোন সহ পরিবারের লোকজন কান্নায় আহাজারি করতে ছিল। বার বার মুর্ছা যাচ্ছিল আর বলছিল গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে জুয়েল, জীবন ও সুজন রনিকে বাড়ি থেকে ডেকে নেয়। ওরা প্রত্যেকে নেশা করে। ঘটনাস্থলের পাশে ডেন্ডি আঠা জাতীয় নেশার পলিথিন ও কৌটা পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, নেশা করা অবস্থায় রনিকে হত্যার পর লাশ পুতে ফেলে।
রনির বড় ভাই রানা পাঠান জানান, ঘটনার দিন রনির কাছে ১২ হাজার টাকা ছিল। টাকাগুলো বাড়ি না রেখে কাছে রেখেই সে উল্লেখিত তিনজনের সাথে বাড়ি থেকে বের হয়। ধারণা করা যাচ্ছে নেশা করা অবস্থায় ওই টাকাগুলো কেড়ে রেখে দিয়েই রনিকে জবাই করে হত্যার পর লাশ পুতে রাখে। আমরা খুনিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, পুলিশ কাঁদা মাটিতে পুতে রাখা লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী পাঠানোর প্রস্ততি নিচ্ছে। প্রাথমিকভাবে হত্যাকান্ডের সাথে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। প্রকৃত অপরাধী কে তদন্ত সাপেক্ষে বলা যাবে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি 

গুণী শিক্ষক নির্বাচিত হলেন গোয়ালন্দের বাবর আলী ও নাসরীন আক্তার

রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত