ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দুই দিন ব্যাপি মুজিববর্ষ আন্তঃবিভাগীয় টেনিস টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব মাঠে প্রধান অতিথি হিসেবে এ খেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
রাজবাড়ী অফিসার্স ক্লাবের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে শুক্রবার (১৯ মার্চ) থেকে অনুষ্ঠিত দুই দিন ব্যাপি টেনিস খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার আহম্মেদ সালেহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মো. শরীফ-উজ জামান, রাজবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর শেখ তিতু প্রমূখ।
দুই দিন ব্যাপি এ খলায় ১৪টি জেলার ৩৫টি দল ও ৭০ জন খেলোয়ার অংশগ্রহন করবে। শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হবে।