Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে ধর্ষণের মামলায় ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ মার্চ ২০২১, ১১:২৮ অপরাহ্ণ

Link Copied!

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ধর্ষণের মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।

মঙ্গলবার (১৬ মার্চ) আদালতের রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন আল আমিন ফকির (২৬), মোস্তফা ফকির ওরফে মোস্ত (২৭), আকাশ সরকার (২৬), ফজলুর রহমান (৩০), মো. সুজন (২৪) ও বাবু ব্যাপারী ওরফে কমান্ডার (৩৪)। আসামিদের মধ্যে মোস্তফা ফকির পলাতক।

ভুক্তভোগী কিশোরী একটি বেসরকারি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার সঙ্গে সুজনের ঘনিষ্ঠতা হয়। সুজন তাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু সুজন আগে থেকেই বিবাহিত জানতে পেরে মেয়েটি সুজনকে এড়িয়ে যায়।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার সঙ্গে স্থানীয় সুজনের বন্ধুত্ব ছিল। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়। সুজন তাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু সুজন আগে থেকেই বিবাহিত জানতে পেরে মেয়েটি সুজনকে এড়িয়ে যায়। ২০১৯ সালের ২৮ জানুয়ারি মায়ের সঙ্গে দেখা করানোর কথা বলে কিশোরীকে নিয়ে আসেন সুজন। কিন্তু বাড়িতে না নিয়ে কৌশলে শহরের ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় একটি পরিত্যক্ত ছাত্রাবাসে নিয়ে যান। সেখানে কিশোরীকে রেখে সুজন পালিয়ে যান। এ সময় তাকে আল আমিন, মোস্তফা, আকাশ ও ফজলুর পালাক্রমে ধর্ষণ করেন। এতে কিশোরীটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ওই দিনই সুজনকে ১ নম্বর আসামি করে এবং ঘটনার সাথে জড়িত বাকি ব্যক্তিদের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায়একটি মামলা হয়। মামলা দায়েরের পর থেকে মোস্তফা পলাতক রয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) উমা সেন বলেন, রায়ের সময় একজন ব্যতীত অন্য সব আসামি উপস্থিত ছিলেন। পলাতক আসামি ছাড়া অন্য সব আসামির কারাদণ্ডের মেয়াদ থেকে হাজতবাসের সময় বাদ যাবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা