Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ী পৌরসভায় সাড়ে ৮ হাজার ভোটের ব্যাবধানে মেয়র হলেন তিতু

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

রাজবাড়ীমেইল ডেস্কঃ রোববার রাজবাড়ীতে ইভিএম-এর মাধ্যমে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী, সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন তিতু (নারিকেল গাছ)। তিনি ৮ হাজার ৫৫৪ ভোটের ব্যাবধানে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মহম্মদ আলী চৌধুরী (নৌকা) কে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন।

রোববার সন্ধ্যার পর রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে থাকা কন্ট্রোল রুম থেকে ওই নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষনা করেন নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাসহ উপস্থিত সরকারি পদস্থ কর্মকর্তাগন।

ওই ফলাফলে দেখা গেছে, বিজয়ী আলমগীর হোসেন তিতু (নারিকেল গাছ) পেয়েছেন, ১৫ হাজার ৯০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী মহম্মদ আলী চৌধুরী (নৌকা) পেয়েছেন ৭ হাজার ৩৪৮ ভোট। এছাড়া বিএনপি মনোনিত জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া (ধানের শীষ) পেয়েছেন, ২ হাজার ৬৮৩ ভোট এবং জাতীয় পার্টি মনোনিত পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক কেএ রাজ্জাক মেরিন (লাঙ্গন) পেয়েছেন, ৯৫৯ ভোট।

এ ছাড়া নির্বাচনে ১২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং ৪৯ জন সাধারন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

মন্তব্য করুন
আরও পড়ুন