
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশার মৈশালা বাসষ্ট্যান্ডের কাছে র্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর শুক্রবার রাতে বরিশাল থেকে গাড়ি উদ্ধার করেছে পুলিশ।এর আগে ঢাকার আশুলিয়া থেকে ডাকাতিতে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।
গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চর সাটুরিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে জুয়েল ওরফে সানি (৪০) এবং গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)। গ্রেপ্তারকৃত জুয়েল ওরফে সানির বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় তিনটি এবং মানিকগঞ্জ সদর থানায় একটি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে। অপর আসামি লিমন মিয়ার বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালী, ভাঙ্গা এবং নগরকান্দা থানায় চারটি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে। এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) ভোররাতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশার মৈশালা বাসষ্ট্যান্ডের কাছে র্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের দুইদিন পর বৃহস্পতিবার গাড়ি মালিক বাদী হয়ে অজ্ঞাত ১৩ থেকে ১৪ জনকে আসামি করে মামলা করেন।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সাভারের আশুলিয়া থানার পলাশবাড়ি বাজার এলাকা থেকে প্রথমে জুয়েল ওরফে সানিকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জুয়েল ওরফে সানি ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে নীল রঙের গাড়িটি অপর সহযোগী লিমন মিয়ার হেফাজতে রয়েছে বলে জানায়। তার দেওয়া তথ্য মতে দুপুর সোয়া ১২টার দিকে একই এলাকা থেকে লিমন মিয়াকে গ্রেপ্তার করে। লিমন মিয়া জিজ্ঞাসাবাদে জানায়, গাড়িটি বরিশাল কোতয়ালী থানাধীন রুপাতলী এলাকায় রয়েছে। পুলিশ বিকেলেই তাদের নিয়ে রওয়ানা করে রাত সোয়া ৯টার দিকে রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের দেখানো মতে নীল রঙের পিকআপ গাড়িটি (ঢাকা মেট্রো ন-২১-৭৯৯৭) উদ্ধার করে। এসিআই কোম্পানীর ফোটন ব্র্যান্ডের নীল রঙের পিকআপ গাড়ির মালিক ফরিদপুর কোতয়ালী থানার কবিরপুর মহল্লার মো. হাসানুজ্জামান।
সম্প্রতি এসিআই কোম্পানী থেকে তিনি ১৬ লাখ ৬৫ হাজার টাকায় গাড়িটি কিনেন। গত সোমবার সন্ধ্যায় ঠাকুরগাঁর পীরগঞ্জ থেকে প্রায় ৫ লাথ ১০ হাজার টাকা মূল্যের ২ হাজার কেজি ওজনের ৮১৯টি সোনালী প্যারেন্টস মুরগী নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা করে। মঙ্গলবার ভোররাতের দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া মৈশালা বাসষ্ট্যান্ডের কাছে পৌছলে সাদা রঙের হাইস মাইক্রোবাস সিগন্যাল দিয়ে গাড়ির গতিরোধ করে। মাইক্রোবাস থেকে র্যাবের কটি পরা ১০-১২জন নেমে গাড়িতে মাদক আছে বলে সবাইকে নামতে বলেন। গাড়ি থেকে নামামাত্র চালক সবুজ হাওলাদার (২৭), সহকারী নাইম হাওলাদার (২০) এবং লাইনম্যান রাকিব শেখকে (২৫) দুর্বৃত্তরা স্কচটেপ দিয়ে হাত, মুখ ও চোখ বেধে ফেলে। তাদেরকে মাইক্রোবাসে তুলে এবং মুরগিভর্তি গাড়ি নিয়ন্ত্রণে নিয়ে অজ্ঞাত স্থানের দিকে যায়। গাড়িতে চালক, সহকারী ও লাইনম্যানকে বৈদ্যুতিক শর্ট দিয়ে চারটি মুঠোফোন কেড়ে নিয়ে কুষ্টিয়া সদর থানার স্বস্তিপুর পল্লীবিদ্যুতের সাবষ্টেশনের গেটের কাছে ফেলে দেয়। স্থানীয় লোকজন উদ্ধার করলে মুঠোফোনে বিষয়টি গাড়ি মালিককে অবগত করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন এবং অর্থ) তাপস কুমার পাল বলেন, পুলিশ সুপারের নির্দেশে মুরগিভর্তি গাড়ি ছিনতায়ে জড়িতদের ধরতে পাংশা থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় শুক্রবার দুপুরে ঢাকার আশুলিয়া থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে শুক্রবার রাতেই বরিশাল থেকে পিকআপ গাড়িটি উদ্ধার করে। গ্রেপ্তারকৃত আসামীদের আজ শনিবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।