Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

রাজবাড়ীতে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তেনাপচা গ্রামের বাসিন্দা, ডিএমপি পরিবহন বিভাগের কনস্টেবল (বিএ-১৭৭৯৮) শাজাহান মোল্লাকে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে প্রতিবেশী তিন নারী জোর করে জমি দখল, সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও’র নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়া, ইউএনও কর্তৃক স্থাপিত সীমানা পিলার উপড়ে ফেলা, না-দাবি স্ট্যাম্পের মাধ্যমে দখলীয় জমি বৈধ করার চেষ্টা এবং জমির মালিকদের প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ আনা হয়েছে।

উপরোক্ত অভিযোগের প্রতিকার চেয়ে আলেয়া বেগম, শরিফা বেগম ও বর্ণা বেগম নামের ওই তিন প্রতিবেশী গত ২৮ আগষ্ট পুলিশ হেড কোয়ার্টারে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের আলোকে হেড কোয়ার্টারের নির্দেশে ঢাকা মহাখালি ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার বিষয়টির তদন্ত করছেন। এদিকে অভিযোগের জবাবে কনস্টেবল শাজাহান মোল্লা কমিশনারকে ৪ পৃষ্ঠার একটি লিখিত জবাব দিয়েছেন। যেখানে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে করা অভিযোগগুলো মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।

শাজাহান বলেন, বাদী এবং আমাদের জমি গোয়ালন্দের তেনাপঁচা মৌজার একই দাগে। একই দাগে ৩০ শতাংশ জমির মধ্যে আমার বাবার নামে সারে ১৫ শতাংশ জমি রয়েছে। যার দলিল ও নামজারি পত্র আমাদের কাছে রয়েছে। এরপর আরো ৩ শতাংশ জমি প্রতিবেশী খলিল মাতুব্বর গংদের কাছ থেকে ক্রয় করে ভোগ দখলে আছি।

বাদীরা আমাদের জমির সীমানা নিয়ে অসন্তুষ্ট থাকায় পরিকল্পিতভাবে চাকরির ক্ষতি করতে হীন উদ্দেশ্যে আমার বিরুদ্ধে ইউএনও, এসিল্যান্ড, থানা, আর্মি ক্যাম্প এবং সর্বশেষ পুলিশ হেড কোয়ার্টারে অভিযোগ দিয়েছে। অথচ প্রতিবেশী জয়দার শেখ, তার মেয়ে শারমিন আক্তার, আমি নিজে, আমার ছোট ভাই শাহিন মোল্লা, খলিল মাতুব্বর, ভাতিজা রাফজান জনিসহ অন্যান্যদের মালিকানা রয়েছে। তাছাড়া ঢাকায় চাকরির সুবাদে আমি ঠিকমতো বাড়িতে যেতে পারি না।

গত ২৪ সেপ্টেম্বর ইউএনও’র কার্যালয়ে শুনানি শেষে ইউএনও জমি মাপার জন্য স্হানীয় অভিজ্ঞদের সমন্বয়ে একটি টিম গঠন করেন। শুনানিতে আমার বাড়ির দক্ষিণ পাশের দুই প্লট দুরে বি,এস ৬৭ নং দাগ হতে জমি মেপে দেয়ার সিদ্ধান্ত হয়। পরে বাদীদের ইচ্ছে অনুযায়ী ইউএনও ৬৫ নং দাগ হতে মেপে সীমানা পিলার দিতে বলেন। এতে আমিসহ তিনজন মালিক আপত্তি জানাই। তখন ইউএনও স্যার এ বিষয়ে আদালতে যাওয়ার পরামর্শ দিলে রাজবাড়ীর আদালতে মামলা করি।

শাজাহান মোল্লা আক্ষেপ নিয়ে বলেন, আমরা বিগত ২৫ বছর ধরে বাবার ক্রয়কৃত দলিলি সম্পত্তিতে বসবাস করছি। ওয়ারিশ সূত্রে জমির ৭.৫ শতাংশের আমি মালিক। আমার ভাইসহ অন্যান্য প্রতিবেশীরা বিতর্কিত ওই জমির সীমানায় মালিক রয়েছেন। বাদী পক্ষ পরিকল্পিতভাবে শুধু আমার বিরুদ্ধে বিভিন্ন স্হানে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিযোগ দিয়ে হয়রানি করছে।

মা ও দুই চাচীকে দিয়ে অভিযোগ করে পেছন থেকে কলকাঠি নাড়ছেন হাফেজ মাহমুদুল হাসান। তিনি সাভার ক্যান্টনমেন্ট একটি মসজিদে ইমাম। পুলিশ হেড কোয়ার্টারে অভিযোগের ২ নং বাদী শরিফা বেগমের ছেলে। তার বাবা সোহরাব মৃধা ও দুই চাচা সৌদি আরব প্রবাসী।

হাফেজ মাহমুদুল হাসান জানান, আমার বাবা ও দুই চাচা দীর্ঘদিন সৌদি আরব আছেন। মা-চাচীদের দায়ের করা অভিযোগ সম্পূর্ণ সত্য। এর সপক্ষে যাবতীয় তথ্য-প্রমান তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছি।তিনি পুলিশে চাকরি করে এলাকায় বিভিন্ন অপরাধ করছেন। সে জন্য শুধুমাত্র তার বিরুদ্ধে পুলিশ হেড কোয়ার্টারে অভিযোগ দেয়া হয়েছে। তবে মসজিদের নামের ৩ শতাংশ জমির এখনো ওয়াকফ করা হয়নি বলে স্বীকার করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

জনদুর্ভোগ কমাতে ও চলাচলের উপযোগী করতে ফরিদপুরে যুবদলের উদ্যোগে রাস্তা সংস্কার

পরিবেশ আইন অমান্য করায় রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজারকে জরিমানা, সাময়িক বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে অস্ত্রের মুখে কৃষকের এক লাখ টাকা ছিনতাই, ইউপি সদস্য সহ পাঁচজনের নামে মামলা

রাজবাড়ীতে সওজের মাস্টাররোল কর্মচারীদের সাত দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীতে সরকারি কলেজে শিক্ষককে হেনস্তা; বিচারের দাবিতে মানববন্ধন, তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীতে দুই সপ্তাহে সাড়ে তিন কোটি টাকার জাল ধ্বংস, ১৩০ জেলে দণ্ড প্রদান

রাজবাড়ীর ৪ কলেজে শতভাগ ফেল; হতাশ শিক্ষার্থী-অভিভাবকরা

রাজবাড়ী সরকারি কলেজে প্রভাষককে কলার ধরে মারধরের অভিযোগ সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে

রাজবাড়ীতে মাশকালাই চাষে প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

রাজবাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা; একই মঞ্চে দুই নেতার প্রার্থীতা ঘোষণা

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাড়ে তিন ঘন্টা বন্ধের পর ফেরি চালু, মাঝ নদীতে আটকা দুটি ফেরি