
ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজাদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। রোববার বেলা এগারটার দিকে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি পালন করে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন।
অপরদিকে শিক্ষকদের মধ্যে একে অপরের হেনস্তার বিষয়ে শিক্ষা অধিদপ্তর গত শনিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি রোববার কলেজ চত্বর পরিদর্শন করেন। তদন্তকারী দল ভুক্তভোগী এবং অভিযুক্ত উভয় শিক্ষকসহ প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে তাদের বক্তব্য গ্রহণ করেন। এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইকরামুল করিম উপস্থিত ছিলেন।
রোববার বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান মোস্তফা কামাল শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক। এর আগেও আরও তিন শিক্ষককে তিনি লাঞ্ছিত করেছেন। গত বুধবার বিকেলে তিনি কলেজ একাডেমি ভবনের নিচতলায় হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজাদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তাঁর শার্টের কলার ধরে হেনস্তা করা হয়। একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের গায়ে হাত তোলায় অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেন। মানববন্ধন শেষে কলেজে অবস্থানরত শিক্ষা অধিদপ্তরের তদন্ত কমিটির কাছে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি জানান। এসময় শিক্ষার্থীদের মধ্যে জিহাদ হাসান, রাফি চৌধুরী, অপু বিশ্বাস, শেখ পিয়াল, খন্দকার মাহিন, নাইম শেখ, নিহজা ও শায়লা রেজা ঐশী প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে শিক্ষককে শারীরিকভাবে হেনস্তা ও লাঞ্ছিতের বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে শনিবার (১৮ অক্টোবর) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউসির) ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামানকে প্রধান করে ফরিদপুর রাজেন্দ্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান এবং মাউসির উপ-পরিচালক প্রফেসর মো. শওকত হোসেন মোল্লাকে সদস্য করা হয়।
প্রভাষক আজাদুর রহমান বলেন, বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পরীক্ষার ডিউটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের বন্ধু ও কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক কুতুব উদ্দিনকে ধাক্কা দিয়ে ফেলে দেন ইসলামের ইতিহাস বিভাগের আমির স্যার। কুতুব উদ্দিন স্যার অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়ায় আমি সঙ্গে ছিলামি। কুতুব উদ্দিন স্যার অভিযোগ লিখে প্রিন্ট করতে যাওয়ার সময় অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল স্যার আমার শার্টের কলার ধরে টেনে নিচে নিয়ে কিল-ঘুষি মারে। পরে আমি সন্ধ্যায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই।
অভিযোগ প্রসঙ্গে শিক্ষক মোস্তফা কামাল বলেন, ‘ওরা একজন শিক্ষককে হুমকি দেওয়ায় বিষয়টি জানতে আমি তাদের কাছে যাই। তখন আজাদুর রহমান উল্টো আমার সঙ্গে খারাপ আচরণ করেন। আমাকে নানাভাবে হেনস্তার পাশাপাশি লাঞ্ছিত করেন। তখন এক পর্যায়ে উত্তেজিত হয়ে তার শার্টের কলার ধরে অধ্যক্ষের কক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু তাকে মারধরের অভিযোগ সত্য নয়’।
তদন্ত কমিটির প্রধান প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান বলেন, কলেজ শিক্ষকের বিরুদ্ধে আরেক শিক্ষকে হেনস্তার বিষয়ে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে শনিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। রোববার উভযুক্ত উভয় শিক্ষক, প্রত্যক্ষদর্শীসহ অন্যান্য শিক্ষকদের বক্তব্য গ্রহণ করা হয়। ঢাকায় ফিরে নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে শীঘ্রই তদন্ত প্রতিবেদন মহাপরিচালকের কাছে প্রদান করা হয়। এ মুহুর্তে তদন্তের বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না।