Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কৃষকের মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কৃষক আমজাদ খান (৬০) মারা গেছেন। রোববার রাতে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়। আমজাদ খান ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। শনিবার সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংবাদের সত্যতা নিশ্চিত করেন রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান।

পুলিশ জানায়, পূর্বের বিরোধ কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় (২৩ জুলাই) তাকে কুপিয়ে গুরতর জখম করে প্রতিপক্ষ। পরদিন বৃহস্পতিবার বিকেলে আমজাদের ভাই আরিফুল আলম খান বাদী হয়ে ১৫জনকে এজাহারভুক্ত আসামী করে সদর থানায় মামলা করেন। পুলিশ ওইদিন রাতেই সোহেল মন্ডল নামের একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

স্থানীয়রা জানান, তুচ্ছ বিষয় নিয়ে বুধবার বিকেলে বাড়ির সামনে স্থানীয় সোহেল ও সবুজদের সাথে আমজাদ খানদের সাথে বাকবিত-া হয়। এক পর্যায়ে মারামারি বেধে যায় এবং সোহেল ম-লদের লোকজন বেশি মার খায়। পরে ওইদিন সন্ধ্যায় আমজাদ খান বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে সোহেল ও সবুজদের লোকজন তাঁর পথরোধ করে কুপিয়ে গুরুতর জখম করে।

আরিফুল আলম খান জানান, তাঁকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুইদিনে কিছুটা উন্নতি হলে শুক্রবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফিরিয়ে আনা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, পূর্বের বিরোধ কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় কৃষক আমজাদ খানকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেলে রোববার সন্ধ্যায় তার লাশ বাড়িতে আনা হয়। রাতেই পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মামলাটি ৩০২ ধারা যুক্ত করে রোববার প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে। ইতিমধ্যে সোহেল মন্ডল নামের একজনকে ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন