ইমরান মনিম, রাজবাড়ীঃ বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সধারণ শিক্ষার্থী ও এইচএসসি-২০২৫ শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী শহরে অবস্থিত সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বরে হয়।
বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের রেল গেইট শহীদ স্মৃতিস্তম্ভ হয়ে ঘুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এসে শেষ করে। এ সময় শিক্ষার্থীদের আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মিছিলের অগ্রভাগে থাকা কলেজ শিক্ষার্থী তামিম, আতিক, উম্মে সাদিয়া প্রমূখ।
এ সময় সমাবেশে শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, সোমবার রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে আমরা সকলে এমনকি দেশ-বিদেশের সকলে অবগত। এ ধরনের মর্মান্তিক ঘটনায় আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়। কিন্তু বর্তমান সরকারের শিক্ষা উপদেষ্টা তাঁর বর্তমান এবং পূর্বের দায়িত্বের জ্ঞানহীন পরিচয় দিয়েছেন। মাইলস্টোনের ট্র্যাজেডির ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত এবং মর্মাহত।
দায়িত্বজ্ঞানহীন এমন শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিবের আমরা অবিলম্বে পদত্যাগ দাবি করছি। একই সাথে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের সঠিক সংখ্যা প্রকাশের দাবি করছি। আমরা আর এক মিনিটও তাঁদেরকে দায়িত্বে দেখতে চাই না। দ্রুত পদত্যাগ না করলে আন্দোলন আরো জোরদার করা হবে।