Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. শিক্ষা
  7. ধর্ম ও জীবন
  8. আলোচিত খবর

রাজবাড়ীর বালিয়াকান্দি; ‘একটা বছর সাগরের কথা ভেবে রাতে ঘুমাতে পারি না’

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ গতবছর জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে যখন রাজধানী উত্তাল। সহপাঠীদের আন্দোলন দেখে আর বসে থাকতে পারেনি সাগর আহম্মেদ (২২)। ১৯ জুলাই ঢাকার মিরপুর গোল চত্ত্বরে কোটা সংস্কার আন্দোলনে অন্যান্য সহপাঠীদের যোগ দেয় সাগর। বিকেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাগর। পরে ২০ জুলাই অনেকটা চুপিসারে সাগরের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপোড়া গ্রামের দরিদ্র কৃষক তোফাজ্জল হোসেনের ছেলে সাগর ঢাকা মিরপুর সরকারি বাঙলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। আজ ১৯ জুলাই সাগরের প্রথম মৃত্যু বার্ষিকী। পরিবারের পক্ষ থেকে শুক্রবার মসজিদে দোয়ার আয়োজন করে। জেলা প্রশাসন থেকে সাগরের কবর জিয়ারত করাসহ ফুলেল শ্রদ্ধা জানায়। পরিবারের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফ-উল-হাসান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমানসহ সাগরের পরিবার ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

জুলাই আন্দোলনে নিহত রাজবাড়ী সদর উপজেলার আব্দুল গণি, বালিয়াকান্দি উপজেলার সাগর আহম্মেদ এবং কালুখালী উপজেলার কুরবান শেখ স্মরণে আজ শনিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীপুর শহীদ স্মৃতিস্তম্ভে বৃক্ষ রোপন করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিসহ তিন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাগরে বাবা তোফাজ্জল হোসেন বলেন, যখনই কথা হতো সাগর শুধু বলতো, আব্বু তোমাকে রোদে পুড়ে আর কাজ করতে হবেনা। চাকরি করে তোমাদের ঢাকায় নিয়ে যাব। আমার মানিক হোটেলে কাজ করতো। রাতে মেসে ফেরার সময় কিছু খাবার আনতো, রাস্তায় থাকা মানুষকে দিত। ১৯ জুলাই সকালে সাগর মাকে বলে, “ঢাকার পরিস্থিতি ভাল না। আমার জন্য দোয়া করো, আন্দোলনে যাব। তখন ওর মা নিষেধ করেছিল। আমি (বাবা) বলেছিলাম ও যাবে, না গেলে মুনাফেক হয়ে যাবে। তখন সাগর, মায়ের কাছে দোয়া চেয়ে বলে, “মা তোমার সাগরের জন্য না, লক্ষ সাগরের জন্য দোয়া কোরো”।

ওইদিন বিকেলে সাগর ফোনে জানায়, আব্বু অবস্থা ভাল না, বিকাশে এক হাজার টাকা পাঠাও। নারুয়া বাজারে বিকাশে টাকা পাঠায় সাইকেলে বাড়ি ফিরে টাকা পাইছে কিনা জানতে ফোন করলে ধরেনা। তখন থেকে বুকটা কেমন যেন করছিল। মাগরিব নামাজের সময় পকেটের ফোন বাইজা উঠলে আঁতকে উঠি। মেয়ে মুসমি ফোন করে বলে, আব্বু বাড়ি আইসো। বাড়িতে দেখি সব এলোপাথার, কেউ কিছু বলছেনা। এসময় এক নাতি বলে বাবাইর (সাগর) মাথায় গুলি লাগছে।

সাগরের মা গোলাপী বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার সাগর কেমন ছেলে ছিল তা বোঝাতে পারব না। সাগর শুধু আমার ছেলেই ছিল না, সে ছিল আমাদের ভরসার ভবিষ্যৎ। গত একটা বছর সাগরের কথা ভেবে এখনো রাতে কোনদিন ঘুমাতে পারি না।

১৯ জুলাই জুম্মার নামাজ শেষে সাগর সাইফুলকে জানায়, অনেকে আন্দোলনে যাচ্ছে, আমিও যাবো বলে বিকেলে একাই বের হয়। অনেক গুলির শব্দ পেয়ে সাগরকে ফোনে পাচ্ছিলনা। সন্ধ্যায় অজ্ঞাত একজন সাগরের ফোন থেকে সাইফুলকে জানায়, সে গুলিবিদ্ধ হয়েছে। পরদিন সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রায় ৩ ঘন্টা খোঁজ করে লাশের স্তুপ থেকে পরিচয়পত্র দেখে সাগরের লাশ শনাক্ত করে। দেখা যায়, সাগরের মাথার ডান দিকে গুলি লেগে পিছন দিয়ে বের হয়েছে। পরে ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে বিকেলে গ্রামের বাড়ি আসে।

মন্তব্য করুন
আরও পড়ুন