Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. শিক্ষা
  7. স্বাস্থ্য
  8. আলোচিত খবর

রাজবাড়ীতে এনসিপি’র পদযাত্রায় ‘ভাবি, ভাবি স্লোগান’

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসুচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরে এসেছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ। রাজবাড়ী শহরের ১নম্বর রেলগেট শহীদ চত্ত্বরে অবিস্থত শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজন করা হয় পথসভা। পদযাত্রা শেষে পথসভায় কয়েক হাজার নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি সভার অন্যতম আকর্ষন ছিল রাজবাড়ী জেলার পুত্রবধু এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা। এনসিপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং রাজবাড়ী জেলার সাংগঠনিকভাবে দায়িত্বপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহর সহধর্মীনী তাসনীম জারা। সভার সভাপতিত্ব করেন খালেদ সাইফুল্লাহ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির-এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় শুরু হওয়া সভায় এনসিপির উত্তর অঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম সঞ্চালনাকালে উপস্থিত সকলে ‘ভাবি ভাবি’ বলে স্লোগান দিতে থাকেন। ৫টা ৫০মিনিটের দিকে দলের উত্তর অঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম তাসনিম জারার বক্তব্যের আগে সবাইকে ভাবি বলে স্লোগান তোলার আহ্বান জানান। এ সময় উপস্থিত সকলে হই হুল্লোর ও চিৎকার করে ওঠে স্লোগান তুলেন। ‘আমাদের সেরা কোনো ভাবি আছে? অক্সফোর্ডের কোনো ভাবি আছে? মেডিকেলের কোনো ভাবি আছে? আরে সেই ভাবি, জোরে বলো, আরও জোরে, সবার ভাবি, রাজবাড়ীর জারা ভাবি’। এভাবে সারজিস আলমের সঙ্গে সঙ্গে সভায় উপস্থিত হাজারো মানুষ ভাবি ভাবি বলে স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন।

এ সময় বক্তব্যে তাসনীম জারা বক্তব্যের শুরুতে বলেন, আমি রাজবাড়ীর পুত্রবধূ। আমার শ্বশুর বাড়ি রাজবাড়ী, মানে আমার বাড়ি রাজবাড়ী। সে সুবাদে রাজবাড়ীতে আমার আসা যাওয়া আছে। রাজবাড়ী ভালো মানুষের এলাকা এবং রাজবাড়ী সবকিছু থেকে বঞ্চিত। রাজবাড়ীবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আমি তাঁদের ভালোবাসায় অভিভূত। সকলের প্রতি সম্মান জানিয়ে তিনি রাজবাড়ী জেলার স্বাস্থ্য ব্যবস্থার দুরাবস্থা নিয়ে বক্তব্য রাখেন। জাতীয় নাগরিক পার্টি এসব সমস্যা দূর করতে চাই বলে আগামীতে জাতীয় সংসদে এনসিপিকে দেখতে চান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত

কয়েক ফুট উঁচুতে নুরুল হকের কবর, সংবাদ সম্মেলনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

গোয়ালন্দে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা