Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. স্বাস্থ্য
  7. আলোচিত খবর

আমরা জীবনের ভয় করিনা সেই গত বছর জুলাই মাস থেকে- নাহিদ ইসলাম

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ৮:৩০ অপরাহ্ণ

Link Copied!

oplus_0

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই পদযাত্রার অন্যতম প্রধান উদ্দেশ্য জেলায় জেলায়, এলাকায় এলাকায় আপনাদের সমস্যাগুলো খুঁজে বের করা এবং তা সমাধানের পথ বের করা। আপনাদের সমস্যা সমাধানের রাজনীতি আমরা করতে চাই”।

ছাত্রজনতার রক্তস্নাত চব্বিশের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূরি অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল ৫ টা ২ মিনিটে রাজবাড়ী শহরের বড়পুল পৌছে এনসিপি নেতৃবৃন্দ। ৫টা ৭মিনিটে রাজবাড়ী শহরের ১নং রেল গেইট শহীদ স্মৃতিস্তম্ভের সামনে পথসভায় যোগদিতে পদযাত্রা শুরু করে।

এ সময় এনসিপি এবং বৈষম্য বিরোধী নেতারা মুজিব বাদ মূর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, দিল্লি না ঢাকা-ঢাকা, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত। গোলামি না আজাদী, আজাদী, আজাদী, আপোষ না সংগ্রাম, সংগ্রাম। মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না-ইত্যাদি স্লোগান দিতে থাকে।

oplus_0

বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া পথসভায় নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি সবার আগে সমস্যা খুঁজে বের করতে হবে। যদি আমরা সমস্যায় না জানি তাহলে সমাধান করব কিভাবে। আমরা তাই সারাদিনই সমস্যা খুঁজে আগে বের করছি।

নাহিদ ইসলাম বলেন, আমরা জীবনের ভয় করিনা সেই গত বছর জুলাই মাস থেকে। রাজপথে নেমেছি সেই প্রতিশ্রুতি নিয়ে নতুন বন্দোবস্তের প্রতিষ্ঠার জন্য। সেই নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যাব। আর একটা কথা বলতে চাই আওয়ামী লীগকে। আমরা ৫ আগস্টের পরই বলে দিয়েছি আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। এটাতো একটা সন্ত্রাসের সংগঠন অবশ্যই। তার থেকে বড় বিষয় ফ্যাসিস্ট মতাদর্শ। এই এই আদর্শকেও পরাস্থ করতে হবে।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ন আহ্বায়ক খালেদ সাইফুল্লার সভাপতিত্বে পথসভায় সংগঠনটির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকায় বসে বসে কিছু জ্ঞান পাপী, বুদ্ধি পাপী তারা ঢাকায় মিডিয়ায় বসে বসে গতকাল গোপালগঞ্জে আওয়ামী লীগ যে আমাদের উপরে যে হামলা করেছে, সেটার তারা বৈধতা উৎপাদন করেছে।

oplus_0

সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা বলেন, রাজবাড়ীর বাঁশি অনেক ভালো মানুষ করে তারা সবসময় বঞ্চিত। গাজীপুর জেলায় কোন ভালো হাসপাতাল নেই। আমি সদর হাসপাতালে গিয়েছিলাম সেখানে দেখেছি রোগীদের কত ভোগান্তি হয়। সেখানে ফ্যাসিলিটির ভালো নেই অনেক অব্যবস্থাপনা আছে। ডাক্তারের কাজ করে কিন্তু পর্যাপ্ত ডাক্তার নেই। পাঁচটা ওষুধ লেখতে তিনটায় বাইরে থেকে কিনতে হয়।

তিনি বলেন, হাসপাতাল টেস্ট দুপুরে গেলেই করা যায় না বাইরে থেকে করতে হয়। বড় কিছু হলেই তাদেরকে যেতে হয় ফরিদপুর। কারো যদি হার্ট অ্যাটাক হয় স্ট্রোক হয় এইখানে কোন চিকিৎসা নাই। চিকিৎসা করতে ঘটা বা কটা দূরে যেতে হয় পথেই মানুষ মারা যায়। এই আমাদের ৫৪ বছরের বাংলাদেশে এই স্বাস্থ্য ব্যবস্থা চাই না। আমরা চাই বাংলাদেশের বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা চালু হোক। দেশটা যাতে সুন্দর হয়, দেশটা যাতে সকল নাগরিক হয়। এরা করার জন্য আমরা সকলে মাঠে নেমেছি।

পথসভায় অন্যান্যের মধ্যে উত্তর অঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য রাখেন। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ন আহবায়ক সামান্তা শারমিন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাইয়েদ জামিলসহ বিভগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন