Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

কালুখালীতে নিখোঁজের তিন দিন পর কোমড়ে শিকল বাধা কিশোরের মরদেহ উদ্ধার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, কালুখালী, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের তিন দিন পর কোমড়ে শিকল বাধা অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত কিশোরের নাম নিরব শেখ (১৭)। সে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের জিয়ারুল শেখ এর ছেলে। পুলিশের ধারণা তাকে হত্যার পর লাশ পদ্মা নদীতে ডুবিয়ে দিতে কোমড়ে শিকলের সাথে বস্তাভর্তি বেধে দেওয়া হয়েছিল। এর আগে গত বুধবার (২০ মার্চ) রাত থেকে নিরব শেখ নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের অভাবের কারনে দরিদ্র পরিবারের সন্তান নিরব শেখ কয়েক মাস আগে ঢাকার দোহারের একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতে যায়। কিন্তু কাজ ভালো না লাগায় কিছুদিন পর প্রায় দুই মাস আগে বাড়ি ফিরে আসেন। এরপর থেকে বাড়িতে বেকার অবস্থায় বসে ছিল নিরব। গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরিবারের লোকজন সম্ভব্য সকল স্থানে খোঁজ করেও না পেয়ে নিরবের বাবা জিয়ারুল শেখ শনিবার (২২ মার্চ) কালুখালী থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেন। এরপর থেকে থানা পুলিশ সম্ভব্য সকল স্থানে খোঁজ করতে থাকেন।

 রোববার (২৩ মার্চ) বেলা এগারটার দিকে খবর আসে উপজেলা সদর থেকে কয়েক কিলোমিটার দূরে মাধবপুর চর পদ্মা নদীর ক্যানেলে অর্ধ ডুবন্ত অবস্থায় একটি মরদেহ ভাসছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে কোমড়ে শিকল দিয়ে বাধা এবং শিকলের অপর প্রান্তে বস্তায় ভাড়ি কিছু দিয়ে বেধে ডুবিয়ে রাখা মরদেহ উদ্ধার করে। এ সময় পরিবারের লোকজন নিখোঁজ নিরবের লাশ বলে শনাক্ত করেন। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে দুপুরে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করে।

কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, বেলা এগারটার দিকে খবর পেয়ে পদ্মা নদীর ক্যানেল থেকে অর্ধ ডুবন্ত অবস্থায় এক তরুণের লাশ উদ্ধার করা হয়। এ সময় কোমড়ে শিকলে বাধা এবং শিকলের অপরপ্রান্তে বস্তায় ভারি কিছু দিয়ে ডুবিয়ে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে হত্যার পর তাকে নদীতে ডুবিয়ে রাখতে এ ব্যবস্থা করা হয়। লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারনে হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবকে পুলিশ সুপারের কার্যালয়ে বদলি 

গুণী শিক্ষক নির্বাচিত হলেন গোয়ালন্দের বাবর আলী ও নাসরীন আক্তার

রাজবাড়ীতে জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত