নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আদালতে জামিন চাইতে গিয়ে কারাগারে গেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা আওয়ামী লীগের তিন নেতা। রোববার দুপুরে রাজবাড়ীর আদালতে এসে আত্মসমর্পন করে তাঁরা জামিনের জন্য প্রার্থনা করেন। কিন্তু বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) জান্নাতুন আকতার জাহান তাঁদের প্রত্যেককে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন।
তাঁরা হলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী (৬০), রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান (৫৯) ও মোহাম্মদ ইদ্রিস আলী খান (৫০)। তাঁরা তিনজনই রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও ছাত্র জনতার ওপর হামলা মামলার আসামী ছিলেন। তবে তাঁরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাজবাড়ী সদর থানায় ৩০ আগষ্ট এক শিক্ষার্থী পেনাল কোডসহ বিষ্ফোরক আইনে মামলা দায়ের করেন। ওই মামলার আসামী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলার রায় নগর এলাকার মো. রমজান আলী খান, আ.লীগ নেতা রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকার মোহাম্মদ ইদ্রিস আলী খান এবং গোয়ালন্দ উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌরসভার দেওয়ান পাড়ার মোস্তফা মুন্সী উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহ মেয়াদী জামিনে ছিলেন।
রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক-২ বলেন, রমজান আলী খান, মোস্তফা মুন্সী ও মোহাম্মদ ইদ্রিস আলী খান বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামী। তারা হাইকোর্ট থেকে আগাম জামিনপ্রাপ্ত ছিলেন। জামিনের মেয়ার শেষ হওয়ায় আজ জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য প্রার্থনা করলে বিচারক (ভারপ্রাপ্ত) জান্নাতুন লিলিফা আকতার জাহান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।