মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার নবগঠিত আহ্বায়ক আংশিক কমিটির অনুমোদন দেওয়ায় বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে আনন্দ র্যালি বের করেছে নেতাকর্মীরা।
জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক পত্রে রাজবাড়ী জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. আব্দুল মালেক খানকে আহ্বায়ক, তুহিনুর রহমানকে সদস্য সচিব ও এস এম জান্নাতুলকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। একই পত্রে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করার জন্য বলা হয়েছে। রাজবাড়ী জেলা শাখার আংশিক কমিটি ঘোষণার পর থেকেই জেলা সহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের মধ্যে আনন্দ র্যালি করছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় গোয়ালন্দ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব থেকে আনন্দ র্যালি বের হয়ে। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নবাগত আহ্বায়ক মো. আব্দুল মালেক খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিদায়ী সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান লিখন, সদস্য সচিব তুহিনুর রহমান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম জান্নাতুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মনজুর হোসেন, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি কাজী মনির, আতিকুর রহমান আতিক, শিমুল খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর ইসলাম সজিব সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মী।