নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর থানা এবং গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার দিবাগত রাতে সদর উপজেলার পৃথক স্থান থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো নিষিদ্ধ ঘোষিত রাজবাড়ী জেলা ছাত্রলীদের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ (৪০) ও খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মোস্তাক (৪৫)।
পুলিশ জানায়, ৪ আগষ্ট রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে ৬০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কামালদিয়া থেকে সাইফুল ইসলাম এরশাদকে গ্রেপ্তার করে। তিনি সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা বাজারের মৃত ইসলাম শেখের ছেলে।
অন্যদিকে ৪ আগষ্ট গোয়ালন্দ মোড় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে ২ অক্টোবর আন্দোলনরত শিক্ষার্থী শাহিন ফকির রাজবাড়ী সদর থানায় ৮৭জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনকে আসামী করে মামলা করেন। মামলার ৮৭ নম্বর এজাহারভুক্ত আসামী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক, খানখানাপুর ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান মোস্তাক। বুধবার রাতে খানখানাপুর আরিফ বাজার এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে মধ্যরাতে সদর থানায় হস্তান্তর করে। তিনি স্থানীয় ডিগ্রি চর চাঁদপুর গ্রামের আব্দুর রাজ্জাক খোন্দকারের ছেলে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হবে।