নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক সহকারী মহাসচিব এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তির দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াত-ইসলামী রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নুরুল ইসলামের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে জেলার বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন। সমাবেশে সহকারী মহাসচিব এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি দাবি করে আন্তঃজাতীয় অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তিনি কঠোর নিপীড়নের শিকার বলে দাবি করা হয়।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামায়াত ইসলামী রাজবাড়ী জেলা শাখা মঙ্গলবার বিকেল ৫ টায় প্রতিবাদ সমাবেশ ও মিছিল কর্মসূচির আয়োজন করে। রাজবাড়ী রেলওয়ে আজাদী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ চত্ত্বরে এসে শেষ হয়।
রাজবাড়ী আজাদী ময়দানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা শাখার আমীর অ্যাড. নুরুল ইসলাম, নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সেক্রেটারি মোহাম্মদ আলীমুজ্জমান, সদর উপজেলা শাখার আমির মাওলানা সৈয়দ আহম্মদ প্রমূখ।
এ সময় জেলা জামায়াতের আমীর অ্যাড. নুরুল ইসলাম বলেন, এটিএম আজহারুল ইসলাম যে স্বৈরাচারী আমলে গ্রেপ্তার হয়ে এখনো কারাগারে রয়েছেন এটা তাঁর বিরুদ্ধে চরম নিপীড়ন ও অবিচার ছাড়া আর কিছুই নয়। এই সরকারের ৬ মাস ১৩ দিনেও মুক্তি না পাওয়ায় জাতি বিস্মিত ও মর্মাহত যে তাঁকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এখনো আটকে রাখা হয়েছে। জামায়াত নেতৃবৃন্দ অবিলম্বে জামায়াতের সাবেক সহকারী মহাসচিব এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবি করেন।