ইমরান মনিম, রাজবাড়ীঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার ৩ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়ায় রাজবাড়ীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে শহরে একটি আনন্দ মিছিল বের করে।
মিছিলটি শহরে প্রধান সড়ক ও বড় বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন ঘোষিত আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।
এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত দলীয় প্যাডে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে মো. আব্দুল মালেক খান, সদস্য সচিব হিসেবে তুহিনুর রহমান এবং এস এম জান্নাতুলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেন। এর আগে ২০১৮ সালের শেষ দিকে স্বেচ্ছাসেবক দলের রাজবাড়ী জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছিলো।