Oplus_131072
মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ডিভেল হান্ট অভিযানের অংশ হিসেবে মজিবর রহমান কাজী ওরফে মজি কাজী (৫৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ পৌরসভার ২নম্বর ওয়ার্ড দেওয়ান পাড়ার বাসিন্দা। মঙ্গলবার দুপুরের দিকে তাঁকে নিজ এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে।
মজিবর রহমান কাজী পৌরসভার ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাঁকে উপজেলায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হামলার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় শিক্ষার্থী শরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামী করা হয়েছে। এ মামলার তদন্ত প্রাপ্ত আসামী হিসেবে তাঁকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।