মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ও আইন শৃঙ্খলা বিষয়ক নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
গোয়ালন্দ ঘাট থানার ওসি তদন্ত উত্তম কুমার ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উজানচর ইউনিয়নের বিট অফিসার উপপরিদর্শক (এস আই) আমিনুল হক, সহকারী বিট অফিসার এস আই সোহানুর রহমান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, উজানচর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সেলিম খান ছলিম, সাধারণ সম্পাদক মো. শাহীন মৃধা, উজানচর ইউপি সদস্য মো. ফরিদুল ইসলাম, আলাউদ্দিন মৃধা, চুন্নু মীর মালত, মনির খান, ছাত্র প্রতিনিধি মো. আলআমিন সহ বিভিন্ন জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ প্রমুখ।
সভায় ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম মাদক, জুয়া, চুরি, ডাকাতি, সন্ত্রাস, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে সকলের বক্তব্য শুনেন এবং সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহন করেন। তিনি আরও বলেন, তিনি সুন্দর একটি গোয়ালন্দ গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।