হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ মিথ্যা ও ভিত্তিহীন কটুক্তির মাধ্যমে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের অপপ্রচারের বিরুদ্ধে রাজবাড়ী পৌর বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মো: তোফাজ্জেল হোসেন মিয়া, সহ-সভাপতি মো. হাসমত আলী খান, মো: মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, যুগ্ন-সম্পাদক মো: আব্দুর রব, নিবার্হী সদস্য মাহবুব চৌধুরী দুলাল, গোলাম কাসেম, আব্দুল মালেক খান, সাবেক কমিশনার জহির রাজ, কাজী আরাফাত হাসান জিসান সহ পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সন্মেলনে পৌর বিএনপির নেতারা বলেন, “সম্প্রতি আমাদের দল বিএনপি ও নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্নভাবে তথ্য ছড়ানো হচ্ছে, যা রাজনৈতিকভাবে আমরা হেই করার অপচেষ্টামাত্র।তারা আরো বলেন, আপনারা “জনগণের সামনে সঠিক তথ্য তুলে ধরবেন। আমরা চাই, সংবাদমাধ্যমের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে জনগণ যাতে প্রকৃত সত্য জানতে পারেন।”