Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জেলা বিএনপির আয়োজনে পৃথক দুটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ হারুনের বিরুদ্ধে মিথ্যা অপ্রচারের ছাড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতেই জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম দুই পৃষ্ঠার লিখিত বক্তব্যে বলেন, “রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ২২ জানুয়ারি কালুখালী উপজেলার সোনপুর মোড়ে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের একতাবদ্ধ থাকার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এসময় হারুন অর রশিদ বলেন, কোনভাবেই ফ্যাসিস্টদের কোন লোক বর্তমান প্রেক্ষাপট ব্যবহার করে দলের কোন সুনাম নষ্ট করতে না পারে সেজন্য কথা বলেছেন। তিনি সেখানে বলেন, “আমাদের যে সকল নেতাকর্মী বৈধ, আইনসিদ্ধ ও ন্যায় সঙ্গতভাবে ব্যবসা বাণিজ্য করছেন, সেটাতে অবশ্যই যেন তৃণমূল নেতাকর্মীরা বঞ্চিত না হয়। আপনাদের ব্যবসার মুনাফার একটা অংশ যেন তৃণমূল কর্মীরা পায়। আপনাদের ব্যবসা থেকে দলীয় কর্মীরা যদি ১ হাজার টাকাও পান সে খুশি হবে। ওই টাকা দিয়ে যদি একটু মাংস কিনে খেতে পারেন সেটাতে আমাদের অনেক শান্তি। আপনারা যদি একা একা খেতে চান তাহলে আল্লাহও সহ্য করবেন না। আমাদের দলের অনেকের টাকা পয়সা আছে, তারা শুধু ব্যবসা করবে আর যাদের মূলধন নেই তারা কিছুই পাবে-এটা হবে না। তৃণমূলকর্মীরা যেনো সকল সুবিধা পায় সেই ব্যবস্থা করতে হবে।” কিন্তু এটার খন্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে।” এগুলো বন্ধ করার আহ্বান করেন সম্মেলন উপস্থিত নেতাকর্মীরা।

এদিকে একই স্থানে দুপুর একটার দিকে পৌর বিএনপির আয়োজনে পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বুধবার (১২ ফেব্রুয়ারি) কর্মী সমাবেশের মঞ্চ ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল।

এসময় পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে দোষারোপ করে বলেন,  গতকাল বুধবার পৌরসভার আহম্মেদ আলী মৃধা কলেজ মাঠে ৭নম্বর ওয়ার্ড বিএনপির কর্মীসভার মঞ্চ ভাঙ্চুর করা হয়। মোটরসাইকেলের বহরে করে শতাধিক লোকজন খেয়ামের নামে শ্লোগান দিয়ে অতর্কিতভাবে এসে মঞ্চ ভাঙ্চুর করে। আমাদের  নেতাকর্মীদের ওপর হামলা করে। মূলতো বিএনপির খৈয়ম গ্রুপের নেতাকর্মীরা দৌলতদিয়া ফেরিঘাট, চন্দনী ধাওয়াপাড়া বালুরঘাট সহ বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

একইভাবে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেলও বিএনপির সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে দোষারোপ করে বক্তব্য রাখেন। তবে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির নেতৃবৃন্দের এসব অভিযোগ অস্বীকার করে সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এ ধরণের অভিযোগের কোন সত্যতা নেই।”

সংবাদ সম্মেলনে রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শিকদার রেজাউল করিম পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মঞ্জুর হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা