Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ৫ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

রাজবাড়ীতে ৬৬টি হারানো মোবাইল ফিরিয়ে দেয়া হলো মালিকের হাতে

রাজবাড়ী মেইল ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫, ১০:২০ অপরাহ্ণ

Link Copied!

শাকিল মোল্লা, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিল রাজবাড়ী জেলা পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলণন কক্ষে বিভিন্ন সময় হারানো মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।

পুলিশ সুপার জানায়, জেলার ৫টি থানার সর্বমোট ৬৬টি হারানো মোবাইল সাধারণ ডায়রীর (জিডি) সূত্র ধরে রাজবাড়ী জেলার বাইরে বিভিন্ন জেলা থেকে উদ্ধার করে যাচাইবাছাই পূর্বক প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।

 এ সময় পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, রাজবাড়ী জেলা বিভিন্ন এলাকায় থেকে হারানো অনেক গুলো মোবাইল উদ্ধার করা হয়। আমাদের এই মোবাইল গুলো উদ্ধার করতে অনেক পরিশ্রম করতে হয়। এমনও আছে একেকটি ফোন উদ্ধারের জন্য শতবার চেষ্টা করা হয়। অনেক মোবাইল আছে যেগুলো দেশের বাইরে চলে যায় সেই সকল মোবাইল আমরা আর উদ্ধার করতে পারি না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন যদি কেউ থাকে মোবাইলের সাথে অন্য কোন কিছু হারিয়ে থাকলে অভিযোগ করলে আমরা অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। অনেক কষ্ট করে মোবাইল উদ্ধার করে যখন প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পারি, তখন তার মুখের হাসি আমাদের আরও কাজে অনুপ্রাণিত করে। জেলার বিভিন্ন থানায় প্রতিনিয়তই মোবাইল হারানোর জিডি হয়। সেই জিডিগুলোর প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম ওই মোবাইল গুলো উদ্ধার করে।এসময় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ফোনগুলো হাতে পেয়ে সকলে আবেগ-প্রবণ হয়ে পড়েন।

এ সময় একজন ভুক্তভোগী বলেন, আমার মোবাইলটি ছয় মাস আগে পকেট থেকে হারিয়ে যায়। পরে আমি থানায় গিয়ে জিডি করি। আজ আমার মোবাইলটি পেয়েছি। আমি অনেক কষ্ট করে মোবাইলটি কিনেছিলাম। যখন হারিয়ে গিয়েছিল তখন অনেক কষ্ট পেয়েছিলাম। আমি মোবাইলটি পেয়ে পুলিশের প্রতি আস্থা আরও বহুগুণে বেড়ে গেল। রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।

পাংশা উপজেলার হাটবনগ্রাম থেকে আসা রোজিনা বেগম নামের একজন বলেন, গত বছর ১১ অক্টোবর বাজার থেকে বাসায় ফেরার পথে তার মোবাইলফোনটি হারিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। আমি ধরেই নিয়েছিলাম ফোনটি আর ফিরে পাবো না। এতদিন পর হারানো মোবাইলটি পেয়ে অনেক আনন্দ লাগছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীবসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

নারায়ণগঞ্জে যোগ দিয়েই দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করলেন এসপি

নারায়ণগঞ্জে যোগ দিয়েই দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করলেন এসপি

এমপি পদ থেকে পদত্যাগ করলেন তাপস

এমপি পদ থেকে পদত্যাগ করলেন তাপস

বিএনপির পূর্বঘোষিত সমাবেশে পুলিশের বাধা, প্রতিবাদে বিক্ষোভ কাল

বিএনপির পূর্বঘোষিত সমাবেশে পুলিশের বাধা, প্রতিবাদে বিক্ষোভ কাল

আজ ৫৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন

আজ ৫৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন